আবারও তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা বলছে ‘চুরি ও অপহরণ’
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার জব্দ করেছে বলে জানিয়েছে মার্কিন সরকার। ভেনেজুয়েলা এই ঘটনার বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে এটিকে 'চুরি ও অপহরণ' হিসেবে আখ্যায়িত করেছে।
আজ রোববার এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তেল ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলায় যাওয়া বা বের হয়ে আসা 'নিষিদ্ধ তেলবাহী জাহাজগুলোর' ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, স্থানীয় সময় ২০ ডিসেম্বর ভোরে ভেনেজুয়েলায় ডেকে রাখা একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
তার এই পোস্টের সঙ্গে প্রায় আট মিনিটের একটি ভিডিও সংযুক্ত ছিল। যেখানে দেখা যায় একটি হেলিকপ্টার সমুদ্রের বড় একটি ট্যাংকারের ডেকের ঠিক ওপরে উড়ছে।
ভেনেজুয়েলা এই জব্দকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং বলেছে, এটি 'চুরি ও অপহরণ'।
হোমল্যান্ড সিকিউরিটি জানায়, জব্দ ট্যাংকারের নাম 'সেঞ্চুরিস' এবং সন্দেহ করা হচ্ছে, এটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বহন করছিল।
ট্রাঙ্কট্রাকারস নামের একটি অনলাইন সেবা অনুযায়ী, সেঞ্চুরিস চীনা মালিকানাধীন এবং পানামার পতাকাবাহী।
তারা জানিয়েছে, সেঞ্চুরিস এই মাসের শুরুতে ভেনেজুয়েলার একটি বন্দরে ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল লোড করেছিল এবং ১৮ ডিসেম্বর ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পাঠানো হয়েছিল।
এএফপির পর্যালোচনায় দেখা গেছে, সেঞ্চুরিস যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষিদ্ধ কোম্পানি বা ব্যক্তির তালিকায় নেই।


Comments