প্রথম পর্ব পেরুনোর প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

প্রত্যাশার রঙ ছিটিয়ে বিশ্বকাপে গিয়ে পরে হতাশ করা নতুন নয়। গেল বিশ্বকাপে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বাইরে আর কোন দলের বিপক্ষে জেতেনি বাংলাদেশ। এর আগেরবার সুপার টুয়েলভে হেরেছিল ছয় ম্যাচের ছয়টিতেই। তাইতো কদিন আগে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছিলেন, এবার আর বেশি কিছু প্রত্যাশা করার দরকার নেই। কিন্তু বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ঠিকই অবশ্য জানিয়ে গেলেন তাদের লক্ষ্য। কোচ ও অধিনায়ক দুজনেই জানালেন লক্ষ্য প্রথম পর্ব পার হওয়া, সেটা হলে তারপর যদি আরও কিছু হয়…।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাখা হয়েছিলো দলীয় অনুশীলন। সেটা হয়েছে কিছুটা ঢিমেতালে। সাকিব আল হাসান ছাড়া অবশ্য উপস্থিত ছিলেন সবাই। অনুশীলনের পর অনেকটা বিলম্বে হয় অফিসিয়াল ফটোসেশন। অনুশীলনে না থাকলেও সাকিব অবশ্য ফটোসেশনে ছিলেন।

স্যুট-টাই পরে প্রখর রোদে ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ ও অধিনায়ক। সেখানে শুরুতেই তাদের প্রত্যাশার মাত্রা জানতে চাওয়া হয়। কদিন আগে নিজের বলা কথাটার ফের ব্যাখ্যা দেন শান্ত, জানান বাস্তবতার নিরিখে নিজেদের আশা,  'আমার মনে হয় আমি যে কথাটা বলেছিলাম তারপরেও বাংলাদেশের সবাই প্রত্যাশা করবেই। আমি নিজেও প্রত্যাশা করি এবং আমাদের প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যাশা করবে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলব। আমরা যদি ছোট ছোট পরিকল্পনা নিয়ে আগাই যে আমরা কীভাবে গ্রুপ পর্ব পার করব তাহলে পরিকল্পনা করাটা সহজ হয়।'

বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সহযোগী দেশের মধ্যে সাম্প্রতিককালে ভালো করা নেপাল ও নেদারল্যান্ডসকেও পাবে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে। শক্তিশালী গ্রুপে শান্ত মনে করেন যেকোনো কিছুই হতে পারে, 'টি-টোয়েন্টিতে আমি বিশ্বাস করি ছোট দল বড় দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব।'

বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের গায়ে সামর্থ্য নিয়ে প্রশ্ন লেগেই থাকে। শান্তও মনে করেন না তাদের শক্তির জায়গা ব্যাট হাতে ২০০ রান করা। বোলিংয়েই ভালো কিছুর স্বপ্ন দেখছেন অধিনায়ক, 'আমাদের বোলিং বিভাগ আগের থেকে অনেক উন্নত হয়েছে। টি-টোয়েন্টিতে আমি মনে করি বোলাররা ভালো করলে জেতার সম্ভাবনা থাকে বেশি। টি-টোয়েন্টিতে বোলাররা বেশি ম্যাচ জেতায়। ওয়েস্ট ইন্ডিজে আশা করি স্পিন সহায়ক হবে। স্পিনে আমাদের ভালো বৈচিত্র্য আছে।'

গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের দুটি খেলবে যুক্তরাষ্ট্রের দুই ভেন্যু ডালাস ও নিউ ইয়র্কে এবং বাকি দুটি ক্যারিবিয়ানের সেন্ট ভিনসেন্টে। সেখানে ভালো করতে প্রস্তুতিতেই ভরসা বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের, 'হ্যাঁ, আগে যা করেছি তার থেকে ভালো করার জন্য প্রত্যেক টুর্নামেন্টই আমাদের জন্য একটা সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। র‍্যাঙ্কিংয়ে তাকালেও দেখা যায়। তো সেখানে অস্বীকারের কিছু নেই। কিন্তু আগে যা করেছি তার তুলনায় ভালো করতে আমরা আমাদের প্রস্তুতিতে ভরসা রাখছি।'

আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago