বিশ্বকাপে ম্যাচ না পেয়ে কষ্ট লেগেছে শরিফুলের

Shoriful Islam

লঙ্কা প্রিমিয়ার লিগে ড্রাফটে দল পাননি শরিফুল ইসলাম। পরে ফ্র্যাঞ্চাইজির আঙ্গিনায় তার জন্য সুখবর বয়ে আনে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। এবার লঙ্কা থেকে আসে ডাক। সেই ডাকে সাড়া দিয়ে শরিফুল উড়াল দিলেন শ্রীলঙ্কায়। বাঁহাতি এই পেসার সুযোগ পেয়েছেন ক্যান্ডি ফ্যালকনসে। শ্রীলঙ্কার বিমান ধরার আগে জানিয়েছেন, বিশ্বকাপে অন্তত এক ম্যাচ খেলতে না পারার কষ্ট আছে তার।

বাঁহাতি পেসার শরিফুল বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন। বিশ্বকাপের আগের দুই বছর সাদা বলে টানা পারফর্ম করে দলের সবচেয়ে সফলও ছিলেন তিনি।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলের চোট বদলে দেয় তার বিশ্বকাপ মিশন। চোটে প্রথম ম্যাচের জন্য ফিট না থাকলেও পরবর্তীতে তিনি ঠিক ছিলেন। যদিও পুরো বিশ্বকাপই তার দেখতে হয়েছে মাঠের বাইরে থেকে।

বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার বলেন, 'আফসোস বলতে…কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছু করার নাই। খুব আশায় ছিলাম যে একটা ম্যাচও (অন্তত) খেলবো। তো এইখানে একটু কষ্ট লাগা আরকি। আমি সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। এখন দলের সমন্বয়ের কারণে…(একাদশে সুযোগ আসেনি)। সবাই খুব ভালো করছিল, তো তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। এলপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক দিন ধরে ম্যাচ খেলা হচ্ছে না। তো সেক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আগের মতো ফিরতে পারি।'

পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বদলি হিসেবে ডাকা হয়েছে শরিফুলকে। গতবছর শ্রীলঙ্কার লিগে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এবার ক্যান্ডি ফ্যালনকনসে যোগ দেওয়া শরিফুল বলেন, 'শেষবার যখন গিয়েছি, তখন এক ম্যাচ খেলতে পেরেছিলাম। এবারে আশা করছি ভালো কিছু হবে।'

সবশেষ আইপিএলে তার সুযোগ পাওয়ার খবর জানা গিয়েছিল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে বদলি হিসেবে নিতে চেয়েছিল। কিন্তু বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি। এবার তাকে কানাডা ও শ্রীলঙ্কার লিগে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আইপিএলে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও দূর হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে শরিফুল বলেন, 'অবশ্যই। তখন দেশের খেলা ছিল, সেজন্য হয়তো ছাড়েনি বিসিবি। এখন তো দেশের খেলা নাই। সময়টা ফাঁকা আছে। তাই অনাপত্তিপত্র দিয়েছে।'

শরিফুলের দল ক্যান্ডি ইতোমধ্যে ২ ম্যাচ খেলে জয় পেয়েছে একটি। তাদের পরবর্তী ম্যাচ ৬ জুলাই বিকাল সাড়ে তিনটায়। লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে আরও তিনজন বাংলাদেশি রয়েছেন। ডাম্বুলা সিক্সার্সে মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় এবং কলম্বো স্টাইকার্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। ১ জুলাই থেকে শুরু হওয়া লিগটি চলবে ২১ জুলাই পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

10h ago