অবসরের ঘোষণার পরদিন কোচিং ক্যারিয়ারে নতুন দায়িত্বে ব্রাভো

ছবি: এএফপি

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরদিন কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন ডোয়াইন ব্রাভো। চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দিলেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের স্বীকৃত অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। তাদের পোস্ট করা একটি ভিডিওতে ৪১ বছর ছুঁইছুঁই ব্রাভো নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, 'ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আমি গত ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের সদস্য। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের হয়ে ও বিপক্ষে খেলার সুবাদে তারা যেভাবে কাজ করে সেটার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা রয়েছে।'

২০১১ সালে চেন্নাইতে খেলোয়াড় হিসেবে যোগ দেওয়া ব্রাভো আইপিএল থেকে ২০২২ সালে অবসরে যান। পরের বছর থেকে ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ ছিলেন তিনি। কোচিং ক্যারিয়ারের শুরুতেই পান দারুণ সাফল্য। ২০২৩ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। চেন্নাইয়ের সঙ্গে সব মিলিয়ে ১৩ বছরের বন্ধনে ছেদ টেনে আইপিএলে দ্বিতীয় কোনো দলের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন ব্রাভো।

গতকাল বৃহস্পতিবার খেলোয়াড়ি জীবনের ইতি টানা ব্রাভো আগামী মৌসুমে যোগ দেবেন কলকাতার কোচিং প্যানেলে। আইপিএলের শিরোপাধারী দলটিতে তিনি গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হবেন। গম্ভীর কলকাতার মেন্টরের ভূমিকা ছেড়ে এখন ভারতের প্রধান কোচ। বর্তমানে কলকাতার প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ হিসেবে ভরত অরুণ কাজ করছেন।

ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চলমান সিপিএলের এক পর্যায়ে কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাভো। এরপর দীর্ঘমেয়াদী চুক্তি করতে সম্মত হন তিনি। মাইসোর বলেছেন, 'ব্রাভোর আমাদের সঙ্গে যোগ দেওয়াটা একটি রোমাঞ্চকর খবর। জয়ের জন্য তার নিরলস তাড়না, বিশাল অভিজ্ঞতা ও গভীর জ্ঞান আমাদের ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের ব্যাপকভাবে উপকৃত করবে।'

আইপিএলের পাশাপাশি নাইট রাইডার্স ব্র্যান্ডের অধীনে থাকা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও মেন্টর হিসেবে দেখা যাবে ব্রাভোকে। সেগুলো হলো সিপিএলে ত্রিনবাগো, মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

7h ago