নারাইনকে হাতছানি দিচ্ছে যে বিশ্ব রেকর্ড

ছবি: কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০ উইকেট নেওয়ার কীর্তি ইতোমধ্যে গড়ে ফেলেছেন সুনিল নারাইন। এবার ওয়েস্ট ইন্ডিজের এই স্পিন বোলিং অলরাউন্ডারের সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। স্বীকৃত টি-টোয়েন্টিতে কোনো দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির গড়তে তার দরকার আর মাত্র ৯ উইকেট।

আগের দিন বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার জয়ে ৩০ রানে ১ উইকেট নেন নারাইন। তার অফ স্টাম্পের বাইরের বলে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে আউট হন কামিন্দু মেন্ডিস। এতে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার জার্সিতে এটি ক্যারিবিয়ান তারকার ২০০তম উইকেট।

সবগুলো উইকেট অবশ্য আইপিএলে পাননি ৩৬ বছর বয়সী নারাইন। ১৮২টি নিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। বাকি ১৮টি শিকার করেছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের হয়ে অন্তত দুইশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নারাইন। সবার আগে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিত প্যাটেল। তিনি নটিংহ্যামশায়ারের হয়ে পেয়েছেন ২০৮ উইকেট। তবে ২০২৩ সালের শেষদিকে তিনি দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন টি-টোয়েন্টি ব্লাস্টের আরেক ক্লাব ডার্বিশায়ারে।

৪০ পেরিয়ে যাওয়া সামিত ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলেছেন নটিংহ্যামশায়ারে। এখন তিনি ডার্বিশায়ারের জার্সিতে খেলায় আটকে থাকছেন ২০৮ উইকেটেই। সেই সুযোগে তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে নারাইনের। আইপিএলের চলতি মৌসুমে কলকাতার হয়ে কমপক্ষে আরও ১০টি ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। সেখানে মোট ৯ উইকেট পেলেই উঠে যাবেন চূড়ায়।

আইপিএলে নারাইনের অভিষেক হয়েছিল ২০১২ সালে। তখন থেকেই একটানা কলকাতায় খেলে যাচ্ছেন তিনি। তিনটি আসরে (২০১২, ২০১৪ ও ২০১৪) পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। শুধু তাই নয়, একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি মৌসুমে (২০১২, ২০১৮ ও ২০২৪) টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে কোনো দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট দখলের তালিকার শীর্ষ পাঁচে সামিত ও নারাইনের পরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের পেসার ক্রিস উড (হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট), শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট) ও ইংল্যান্ডের পেসার ডেভিড পেইন (গ্লুস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট)।

স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি নারাইন। সব মিলিয়ে ৫৩৮ ম্যাচে তিনি পেয়েছেন ৫৭৫ উইকেট। অবসরে যাওয়া আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে আছেন দুইয়ে। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদের খানের ৪৬৫ ম্যাচে শিকার ৬৩৫ উইকেট।

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

Islami Chhatra Shibir-backed vice-president candidate Abu Shadik Kayem was leading the Ducsu polls in six out of 18 halls of Dhaka University.

2h ago