পরাগের পরপর ৬ ছক্কা ছাপিয়ে কলকাতার ১ রানের জয়

ছবি: এএফপি

আইপিএলের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে মুখোমুখি হওয়া পরপর ৬ বলে ছয়টি ছক্কা হাঁকালেন রিয়ান পরাগ। তবে অধিনায়কের এমন অসাধারণ কীর্তি সত্ত্বেও হতাশা নিয়ে মাঠ ছাড়ল রাজস্থান রয়্যালস। শেষ বলের নাটকীয়তায় তাদের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স।

রোববার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে কলকাতা। জবাবে পুরো ওভার খেলে রাজস্থান থামে ৮ উইকেটে ২০৫ রানে।

হাতে ৩ উইকেট নিয়ে শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল রাজস্থানের। প্রথম ২ বলে কেবল ৩ রান আসায় কলকাতার জয়ের সম্ভাবনার পাল্লা আরও ভারী হয়। তবে বৈভব আরোরার পরের ৩ বলে যথাক্রমে ছক্কা, চার ও ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন শুভম দুবে। শেষ বলে ৩ রানের সমীকরণ অবশ্য মেটাতে পারেননি তিনি। ডাবল নেওয়ার চেষ্টায় রানআউট হয়ে যান অন্যপ্রান্তে থাকা জোফ্রা আর্চার।

বড় লক্ষ্য তাড়ায় ৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। এরপর তৃতীয় উইকেটে ৩১ বলে ৫৮ রানের জুটিতে চাপ সামলে নেয় দলটি। সপ্তম ওভারে ওপেনার যশস্বী জয়সওয়াল ২১ বলে ৩৪ রান করে ফেরার পর ফের ধাক্কা খায় তারা। পরের ওভারে স্পিনার বরুণ চক্রবর্তী ৩ বলের মধ্যে সাজঘরে পাঠান ধ্রুব জুরেল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। কেউই রানের খাতা খুলতে পারেননি।

৭১ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা রাজস্থানকে টানেন একপ্রান্তে আগলে থাকা পরাগ। শিমরন হেটমায়ারের সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৮ বলে ৯২ রান। দ্বাদশ ও ত্রয়োদশ ওভার মিলিয়ে পরপর ছয়টি বৈধ ডেলিভারির প্রতিটিতে ছক্কা মারেন তিনি। মঈন আলী একাই হজম করেন পাঁচটি, বাকিটি ছিল বরুণের বলে।

হেটমায়ার ২৩ বলে ২৯ রানে আউট হওয়ার পর পরাগও বেশিক্ষণ ক্রিজে থাকেননি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকতে থামেন তিনি। পেসার হার্শিত রানাকে উড়িয়ে মারার চেষ্টায় লংঅনে বৈভবের তালুবন্দি হন। তার ৪৫ বলে ৯৫ রানের বিস্ফোরক ইনিংসে ছিল ৬ চার ও ৮ ছক্কা। এরপর ইমপ্তাক্ট বদলি নামা শুভম ১৪ বলে অপরাজিত ২৫ রান করলেও তা অল্পের জন্য যথেষ্ট হয়নি।

আইপিএলের ইতিহাসে এক ওভারে ৫ ছক্কা মারা পঞ্চম ব্যাটার পরাগ। তার আগে ক্রিস গেইল (২০১২ সালে), রাহুল তেওয়াতিয়া (২০২০ সালে), রবীন্দ্র জাদেজা (২০২১ সালে) ও রিঙ্কু সিং (২০২৩ সালে) এই কৃতিত্ব দেখান।

পেন্ডুলামের মতো দুলতে থাকা লড়াইয়ে এর আগে স্বাগতিকরা দুইশ ছাড়ানো পুঁজি পায় আন্দ্রে রাসেলের ঝড়ে। ত্রয়োদশ ওভারে ক্রিজে গিয়ে তিনি ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ২৫ বলে ৫৭ রানে। তার নৈপুণ্যে শেষ ৬ ওভারে ৯৩ রান আনে কলকাতা। এছাড়া, অংকৃশ রঘুবংশি ৩১ বলে ৪৪, রহমানউল্লাহ গুরবাজ ২৫ বলে ৩৫ ও অধিনায়ক আজিঙ্কা রাহানে ২৫ বলে ৩৫ রান করেন।

এই জয়ে আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে কলকাতা। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে ছয় নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে আটে থাকা রাজস্থান আগেই আসর থেকে বিদায় নিয়েছে।

Comments

The Daily Star  | English

Nepal PM Oli quits as anti-corruption protests spiral, his aide says

The Himalayan country has struggled with political instability and economic uncertainty since protests led to the abolition of its monarchy in 2008.

1h ago