স্রেফ ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে বৈভবের ইতিহাস

ছবি: এএফপি

গুজরাট টাইটান্সের আফগান লেগ স্পিনার রশিদ খান বল ফেললেন কিছুটা খাটো লেংথে। ব্যাকফুটে গিয়ে পুল করলেন ক্রিজে রাজত্ব করতে থাকা বৈভব সূর্যবংশি। বল চলে গেল ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। আরও একটি ছক্কা, সঙ্গে নতুন রেকর্ড!

৯৪ থেকে সরাসরি ১০০ রানে পৌঁছে হেলমেট খুলে উদযাপনে মাতেন রাজস্থান রয়্যালসের মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সী ভারতীয় কিশোর। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তার নিজের। স্টেডিয়ামে উপস্থিত সবাই সেসময় দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে।

সোমবার জয়পুরে আইপিএলের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়েছেন বৈভব। গুজরাটের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়েছেন রাজস্থানের বাঁহাতি ওপেনার। প্রসিধ কৃষ্ণার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১০১ রান। ৩৮ বলের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তিনি মারেন ৭ চার ও ১১ ছক্কা।

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড এতদিন ছিল আরেক ভারতীয় বিজয় জোলের। তিন ২০১৩ সালে ভারতের আরেক ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে করেছিলেন ১০৯ রান। মুম্বাইয়ের বিপক্ষে ওই ইনিংস খেলার সময় তার বয়স ছিল ১৮ বছর ১১৮ দিন।

এই তালিকায় তিনে আছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। ২০২০ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ১৮ বছর ১৭৯ দিন বয়সে। চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন। তিনি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ১৮৭ দিন বয়সে শতক ছুঁয়েছিলেন। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডের মালিক তিনি।

আইপিএলে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি স্পর্শ করা বৈভব এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। তার ওপরে আছেন কেবল ক্রিস গেইল। কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্রেফ ৩০ বলে।

স্মরণীয় ইনিংস খেলার পথে বৈভব হাফসেঞ্চুরিতে পৌঁছান ১৭ বলে। চলতি আইপিএলে এটি দ্রুততম ফিফটির কীর্তি। গত ১৯ এপ্রিল আইপিএলে অভিষেক ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বলে ৩২ রান এসেছিল তার ব্যাট থেকে। এরপর ২৪ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে আউট হয়েছিলেন ১২ বলে ১৬ রানে। গত নভেম্বরে সৌদি আরবে হওয়া মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভবকে কেনে রাজস্থান। দল পাওয়ার সময় তার বয়স ছিল ১৩ বছর ২৪৩ দিন।

আগের দুই ম্যাচে ঝড়ো শুরু করেও বড় স্কোর করতে পারেননি। এবার ২১০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ইনিংসের একাদশ ওভারেই তিন অঙ্কে পৌঁছান তিনি। ক্রিকেটের রেকর্ড বইতে ঠাঁই নেওয়া বৈভবকে গুজরাট থামাতে পারে পরের ওভারে। ততক্ষণে রেকর্ডের চূড়ায় পৌঁছে যান তিনি।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

13m ago