সংখ্যায় সংখ্যায় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর কীর্তি

মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে এই সংস্করণ থেকে সরে দাঁড়াবেন তিনি।

সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের জার্সিতে আরও দুটি টি-টোয়েন্টি খেলবেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এখন পর্যন্ত যেসব কীর্তি সাইলেন্ট কিলার খ্যাত এই তারকার দখলে, সেগুলো তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য—

১৬
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে যৌথ সর্বোচ্চ জয়ের রেকর্ডে আছেন মাহমুদউল্লাহ। তার মতো সাকিব আল হাসানের নেতৃত্বেও ১৬ ম্যাচ জিতেছে টাইগাররা।

২৯
বাংলাদেশকে টানা সর্বোচ্চ ২৯টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। পরের অবস্থানে থাকা মাশরাফি বিন মর্তুজা টানা ২৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

৪৩
এই সংস্করণে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ৩৯ ম্যাচে অধিনায়কত্ব করে দুইয়ে আছেন সাকিব।

৫০
আউটফিল্ড ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৫০টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। এই তালিকায় সৌম্য সরকার আছেন তার পরের স্থানে। তার ধরা ক্যাচের সংখ্যা ৪৬টি।

৬৬
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে শূন্য ছাড়া একটানা সবচেয়ে বেশি ইনিংস খেলার কীর্তি মাহমুদউল্লাহর দখলে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত টানা ৬৬ ইনিংসে কোনো ডাক মারেননি। পরের নামটি বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে খেলা ৪৫ ইনিংসে একবারও শূন্য রানে আউট হননি।

৭৪
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। লিটন দাস দুইয়ে আছেন ৫৭টি ছক্কা নিয়ে।

১০০
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ১০০তম ম্যাচ খেলেন ২০২১ সালে। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

১৩২
এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও মিশে আছে মাহমুদউল্লাহর নাম। ২০১২ সালে তামিম ইকবাল ও তিনি মিলে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩২ রান যোগ করেছিলেন। মিরপুরের ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

১৩৯
বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব দ্বিতীয় স্থানে আছেন ১২৯টি ম্যাচে মাঠে নেমে।

৮০৪
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩৬ ইনিংসে তার সংগ্রহ ৮০৪ রান। দুইয়ে সাকিব আছেন মিরপুরেই ৩৪ ইনিংসে ৫৪৭ রান নিয়ে।

২৩৯৫
এই সংস্করণে টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯৫ রানের মালিক মাহমুদউল্লাহ। ওপরে আছেন কেবল সাকিব। তিনি করেছেন ২৫৫১ রান।

১৭ বছর ৩৫ দিন
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দীর্ঘতম ক্যারিয়ার মাহমুদউল্লাহর। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে অভিষেক থেকে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা পর্যন্ত তার ক্যারিয়ারের ব্যাপ্তি ১৭ বছর ৩৫ দিন। এই তালিকায় সবার ওপরে সাকিব (১৭ বছর ২০৯ দিন)। দুই টাইগার ক্রিকেটারের মাঝে অবস্থান জিম্বাবুয়ের শোন উইলিয়ামসের (১৭ বছর ১৬৬ দিন)।

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 25%

Bangladesh’s repayment of foreign loans surged in the first 10 months while the inflow of loans from bilateral and multilateral lenders continued to fall, according to provisional data from the Economic Relations Division (ERD) released yesterday.

3h ago