মিরপুর টেস্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলির অভিষেক

Jaker Ali Anik
ছবি: ফিরোজ আহমেদ

মিরপুরের চিরায়ত কালো মাটির উইকেটে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান না থাকায় একাদশের সমন্বয় নতুন করে সাজাতে হয়েছে বাংলাদেশের। এর ফলে অভিষেক হয়েছে ব্যাটার জাকের আলি অনিকের।

সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেশের ১০৫তম ক্রিকেটার জাকেরকে ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাংলাদেশ একাদশে রেখেছে একজন পেসার। সর্বশেষ টেস্টের একাদশ থেকে নেই ওপেনার জাকির হাসান, সাকিব আল হাসান, খালেদ আহমেদ। তাদের বদলে একাদশে এসেছেন জাকের আলি অনিক, নাঈম হাসান ও মাহমুদুল হাসান জয়। অর্থাৎ বাংলাদেশ একাদশে একমাত্র পেসার হিসেবে খেলছেন হাসান মাহমুদ। 

ওপেনার জাকির গত দুই টেস্টে রান না পাওয়ায় জায়গা হারিয়েছেন। তার বদলে জয়কে খেলাচ্ছে বাংলাদেশ। সাকিব না থাকায় একজন বাড়তি ব্যাটার খেলিয়ে বোলার কমিয়েছে টিম ম্যানেজমেন্ট। জাকের পেয়েছেন সুযোগ, সেই সঙ্গে একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান।  দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছে কিপার ব্যাটার ম্যাথ্য ব্রিজৎকের। তারা একাদশে দুই পেসারের সঙ্গে খেলাচ্ছে বিশেষজ্ঞ দুই স্পিনার।

টস জেতার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, উইকেট শুস্ক। চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করা হবে কঠিন। তাই তারা আগে ব্যাটিং বেছে নিয়েছেন। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানান প্রোটিয়া অধিনায়ক মার্করামও।  

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি দে জর্জি, ট্রিস্টিয়ান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিৎজকে, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ড্যান পিট। 

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago