জাতীয় লিগ টি-টোয়েন্টি

৯ মাস পর টি-টোয়েন্টিতে নেমে ব্যর্থ তামিম

Tamim Iqbal
বোল্ড হয়ে ফিরছেন তামিম। ছবি: বিসিবি

তামিম ইকবাল সর্বশেষ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গত মার্চের ১ তারিখ, বিপিএলের ফাইনালে। নয় মাস পর আবার কুড়ি ওভারের সংস্করণে ফেরাটা সুখকর হলো না তার। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে নেমে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুরে রংপুর বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে নামেন তামিম। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করে তিনি বোল্ড হয়ে যান অফ স্পিনার এনামুল হকের বলে।

তামিমের ব্যর্থতার দিনে তার দলও বড় স্কোর করতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। তামিমদের অল্প রানে আটকাতে ১৭ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। চট্টগ্রামের হয়ে ২১ বলে সর্বোচ্চ ২৭ রান করেছেন মুমিনুল হক। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক এবার বিপিএলে দল পাননি। জাতীয় লিগের এই টি-টোয়েন্টি আসর তার ফেরার পথ বের করতে পারে।

এদিন টস হেরে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ব্যাট করতে নামেন তামিম। জয় ভালো শুরুর করলেও তৃতীয় ওভারে তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে ফিরে যান ১২ বলে ১৪ রান করে। তামিম ফেরেন পঞ্চম ওভারে। এনামুলের বলে সামনের পা এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান বাঁহাতি ওপেনার।

অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না তামিম। টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন। বাকি দুই সংস্করণ খেলা নিয়ে তার স্পষ্ট কোনো অবস্থান নেই। ঘরোয়া ক্রিকেটের মধ্যে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে দেখা যায় তাকে। গত মে মাসে সর্বশেষ খেলেছিলেন প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে। খেলেননি জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসরে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago