সৌম্য-শামীমের ব্যাটে লড়াইয়ের পুঁজির

soumya sarkar
সৌম্য সরকার। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

পাওয়ার প্লের ভেতর ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে শুরুতে টানলেন সৌম্য সরকার। জাকের আলি অনিককে নিয়ে তিনি গড়লেন প্রতিরোধ। তার চল্লিশ ছাড়ানো ইনিংসের পর শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে দলকে দেড়শোর কাছে নিলেন শামীম হোসেন পাটোয়ারি।

সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৪৭ রান করেছে বাংলাদেশ। ৩২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ করেন সৌম্য, ১৩ বলে ২৭ করে অবদান রাখেন শামীম।

ব্যাট করতে নেমে শুরু থেকে রান আনছিলেন সৌম্য, আরেক প্রান্তে তানজিদ হাসান তামিম ধুঁকছিলেন। ১১ বল খুইয়ে ৬ রান করে তিনি বোল্ড হন আকিল হোসেনের বলে। অধিনায়ক লিটন দাস তিনে নেমে প্রথম বলেই আলতো শটে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খালি হাতে। শেষ ওয়ানডেতেও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ১৫ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে ভরসা দিতে পারেননি দলে ফেরা আফিফ হোসেন। রিভার্স সুইপ করতে গিয়ে ১১ বলে ৮ রান করে তিনি শিকার রোস্টন চেজের। ৫.৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট পড়ে বাংলাদেশের।

এরপর জুটি গড়েন সৌম্য-জাকের। মূলত সৌম্যই দলকে এগিয়ে নিতে রাখেন ভূমিকা। শুরুর ঝাপ্টা সামলে দ্রুত রান আনার কাজটা করতে থাকেন তিনি। রোমারিও শেফার্ডকে ছক্কায় উড়ানোর পর গুডাকেশ মোটির এক ওভারেও মারেন দুই ছয়। এই দুজনের জুটিতে ৪২ বলে যোগ হয় ৫৭ রান। ২৭ বলে ২৭ করে জাকের ছাঁটা পড়েন শেফার্ডের বলে।

ক্রিজে এসেই ফিরতে পারতেন শেখ মেহেদী হাসান। দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। সৌম্য ফিফটির দিকে এগিয়েও ব্যর্থ হন, ফেরেন কাজ অসমাপ্ত রেখে। তার আউটে 'ফিফটি' হয়ে যায় অবশ্য আরেকজনের। ৩২ বলে ৪৩ করা সৌম্যকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম উইকেটের দেখা পান ওবেদ ম্যাককয়।

এরপর শেখ মেহেদীর সঙ্গে যোগ দিয়ে আগ্রাসী ব্যাট চালান শামীম হোসেন পাটোয়ারি। সপ্তম উইকেট জুটিতে ২৮ বলে আসে ৪৯ রান। মাত্র ১৩ বলে ১ চার, ৩ ছক্কায় ২৭ রান করেন শামীম। শেষ ওভারে আরেক ছক্কার চেষ্টায় ওবেদ ম্যাককয়ের হাতে ক্যাচ দিয়ে থামেন তিনি।

Comments

The Daily Star  | English

Publish newspaper ads asking Hasina, Asaduzzaman to appear on June 24: ICT

Another accused, former IGP Mamun, is already under custody and was produced before the court today

1h ago