জ্যোতির রেকর্ডের পর সেঞ্চুরি হাঁকালেন ফারজানাও

ফারজানা হক পিঙ্কি। ছবি: বিসিবি

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। সেই রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে তিন অঙ্ক ছুঁয়ে তার পাশে বসলেন ফারজানা হক পিঙ্কি। তাদের অসামান্য অর্জনের দিনে ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।

রোববার নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দেখা মিলেছে দারুণ দুটি কীর্তির। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া উত্তরাঞ্চল ৯ উইকেটে ২৪০ রানে ঘোষণা করে প্রথম ইনিংস। জবাবে জ্যোতির সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে মধ্যাঞ্চলও ইনিংস ঘোষণা করে। ১৪৭ রানে পিছিয়ে থেকে খেলতে নামা উত্তরাঞ্চল এরপর ১ উইকেটে করে ২০৪ রান। ফারজানা সেঞ্চুরি করার পর দুই দল ড্র মেনে নিয়েছে।

তৃতীয় ও শেষ দিনের শেষ ওভারের প্রথম বলে সেঞ্চুরিতে পৌঁছান ওপেনার ফারজানা। দিশা বিশ্বাসকে কাউ কর্নার দিয়ে চার মেরে উল্লাসে মেতে ওঠেন তিনি। তার ব্যাট থেকে আসে ১০২ রানের অপরাজিত ইনিংস। ২২৬ বল মোকাবিলায় তিনি মারেন ১২টি চার। উত্তরাঞ্চলের বিশাল উদ্বোধনী জুটিতে আসে ১৯৬ রান। সেঞ্চুরির সুবাস পাওয়া ইশমা তানজিম দিশার শিকার হয়ে আউট হন ১৭১ বলে আটটি চারে ৯০ করে।

দ্বিতীয় ইনিংসে মাইলফলক স্পর্শের আগে প্রথম ইনিংসেও তিন অঙ্কের আশা জাগিয়েছিলেন ফারজানা। তিনি খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। ২৪৬ বল খেলে ১০টি চার মেরেছিলেন।

এর আগে প্রথম সেশনে মধ্যাঞ্চলের অধিনায়ক জ্যোতি খেলেন ঐতিহাসিক ইনিংস। চারে নেমে ১৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৫৩ বল খেলে ২০টি চার ও দুটি ছক্কা হাঁকান। বাংলাদেশের নারীদের মধ্যে লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির অনন্য কীর্তির পাশাপাশি মারুফা আক্তারের বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে জ্যোতি পৌঁছে যান দেড়শতে। তখন করে দেন ইনিংস ঘোষণা। 

ম্যাচসেরার পুরস্কার জেতা জ্যোতির একমাত্র ইনিংসে সেঞ্চুরি স্পর্শ করতে লাগে ২১৫ বল। পরের পঞ্চাশ তিনি যোগ করেন মাত্র ৩৮ বলে। ফারজানা তিন অঙ্কে যান ২২৫ বলে। তার সতীর্থ অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রান খরচায় ৬ উইকেট নেন।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণাঞ্চল। তারা এদিন রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে পূর্বাঞ্চলকে হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। তাদের অধিনায়ক রাবেয়া খান অলরাউন্ড নৈপুণ্যে হয়েছেন ম্যাচসেরা।

আগের দিনের ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নামা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৬২ রানে। ফলে দক্ষিণাঞ্চলের মেলে ৯ রানের মামুলি লক্ষ্য। ৫ ওভারে বিনা উইকেটে ১২ রান তুলে তারা জয় নিশ্চিত করে।

প্রথম ইনিংসে ২২ রানে ২ উইকেট পাওয়া লেগ স্পিনার রাবেয়া ১৯ ওভারে নয়টি মেডেনসহ ৫ উইকেট পান ১৮ রানে। মাঝে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৭০ রান করেন তিনি। সাত নম্বরে নেমে ৯৬ বল খেলে আটটি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান তিনি।

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

2h ago