নোমান-সাজিদের স্পিনে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে চালকের আসনে পাকিস্তান

ছবি: এএফপি

শেষদিকে হুড়মুড় করে ভেঙে পড়ে ২৩০ রানে থামল পাকিস্তান। সেই অস্বস্তি দূর হয়ে গেল দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খানের স্পিনের ছোবলে। তাদের আগ্রাসনের জবাব না পেয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলো স্রেফ ১৩৭ রানে। ৯৩ রানের লিডকে দিন শেষে ২০২ রানে উন্নীত করে চালকের আসনে এখন স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে আরও ৭ উইকেট।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দেখা গেছে স্পিনারদের দাপট। মুলতানে শনিবার পতন হওয়া ১৯ উইকেটের ১৭টিই নিয়েছেন তারা। বাকি দুটি রানআউট।

ঘরের মাঠে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছেন দুই পাকিস্তানি ঘূর্ণি বোলার নোমান ও সাজিদ। তাদের বিপরীতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা। বাঁহাতি স্পিনার নোমান ১১ ওভারে ৩৯ রানে শিকার করেন ৫ উইকেট। ১২ ওভারে ৬৫ রান খরচায় অফ স্পিনার সাজিদ পান ৪ উইকেট।

আগের দিনের ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। ফিফটি হাঁকানো দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান আস্থার সঙ্গে খেলতে থাকেন। প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করে দেন তারা। কিন্তু পানি পানের বিরতির পর ঘটে ছন্দপতন। প্রথম বলেই কেভিন সিনক্লেয়ারের টার্নে পরাস্ত হয়ে উইকেটরক্ষক টেভিন ইমলাককে ক্যাচ দেন শাকিল। তার সংগ্রহ ১৫৭ বলে ছয়টি চারে ৮৪ রান। ভাঙে রিজওয়ানের সঙ্গে ২৬৪ বলে ১৪১ রানের পঞ্চম উইকেট জুটি।

টস জিতে ব্যাটিংয়ের শুরুতে বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। ৪৬ রানে হারিয়েছিল ৪ উইকেট। শাকিল ও রিজওয়ান লম্বা সময় ক্রিজে কাটিয়ে বিচ্ছিন্ন হওয়ার পর আবার একই ঘটনা ঘটে। টপাটপ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতির আগে প্রথম ইনিংসে ২৩০ রানে আটকে যায় পাকিস্তান। শেষ ৬ উইকেট তারা খোয়ায় ৪৩ রানে। অষ্টম ব্যাটার হিসেবে রিজওয়ান বিদায় নেন ১৩৩ বলে নয়টি চারে ৭১ রান করে। এলবিডব্লিউ করে তাকেও ফেরান সিনক্লেয়ার। এই অফ স্পিনার ২ উইকেট নেন ৬১ রানে।

শেষদিকে সাজিদ খান ২৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রান করেন। তাকে বোল্ড করে ফেরানো বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ৩ উইকেট পান ৬৯ রানে। প্রথম দিনে পাকিস্তানের টপ অর্ডারকে ধাক্কা দেওয়া পেসার জেডেন সিলস এদিন আর কোনো শিকার ধরতে পারেননি। ৩ উইকেট নিতে তার খরচা ২৭ রান।

দ্বিতীয় সেশনে জবাব দিতে নামা ক্যারিবিয়ানদের স্বস্তি উড়ে যায় শুরুতেই। সাজিদ এলোমেলো করে দেন তাদের। তৃতীয় ওভারে মিকাইল লুইসকে তীক্ষ্ণ টার্নে বোল্ড করার পরের বলে বাড়তি বাউন্সে তিনি পরাস্ত করেন কেসি কার্টিকে। পঞ্চম ওভারে ফের জোড়া আঘাত করেন সাজিদ। সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাভেম হজকে চার বলের মধ্যে সাজঘরে পাঠান তিনি।

উইকেটে স্পিন ধরছে দেখে অন্যপ্রান্তে পেসার খুররম শাহজাদকে মাত্র এক ওভার করিয়ে নোমানকে আক্রমণে আনেন পাকিস্তান দলনেতা শান মাসুদ। সাজিদের পর নোমান হয়ে ওঠেন হন্তারক। টানা ৫ উইকেট যায় তার ঝুলিতে। শেষ উইকেটটি নেন লেগ স্পিনার আবরার আহমেদ।

এক পর্যায়ে ৬৬ রানে ৮ উইকেট পড়ে যায় উইন্ডিজের। দুই অঙ্কে গুটিয়ে যাওয়ার শঙ্কা তখন ছিল তাদের সামনে। এরপর গুদাকেশ মোতির সঙ্গে ৩৭ বলে ২৫ ও সিলসের সঙ্গে ২১ বলে ৪৬ রানের জুটি গড়েন ওয়ারিক্যান। ইনসাইড এজে বোল্ড হওয়া মোতি করেন ২৫ বলে তিনটি চারে ১৯ রান। তাকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন নোমান। শেষ ব্যাটার সিলস বিনোদনদায়ী ইনিংস খেলেন। ১৩ বলে তিনটি ছক্কায় তার সংগ্রহ ২২ রান। ওয়ারিক্যান আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন।

শেষ তিন ব্যাটারের লড়াই সত্ত্বেও এক সেশনের মধ্যে ২৫.২ ওভারে ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে অলআউট হয় ১৩৭ রানে। পাকিস্তানের মেলে ৯৩ রানের বড় লিড। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান তুলে তারা দিনের খেলা শেষ করেছে।

৬৭ রানের উদ্বোধনী জুটির পর মোহাম্মদ হুরাইরা আউট হন। ৫৮ বলে তিনটি চারে ২৯ রানে থামেন তিনি। তাকে সাজঘরে পাঠানোর পর বাবর আজমকেও টিকতে দেননি ওয়ারিক্যান। প্রথম ইনিংসের মতো আবার ব্যর্থ বাবর করেন ১১ বলে ৫ রান। ফিফটি ছোঁয়ার পর শেষদিকে রানআউটে কাটা পড়েন শান। ৭০ বলে দুটি করে চার ও ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। কামরান গুলাম ৪০ বলে ৯ ও শাকিল ৮ বলে ২ রানে ক্রিজে আছেন।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago