বাংলাদেশের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিলেন ম্যাথিউস-ডটিন

নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে দেড়শোর কাছাকাছি পুঁজি পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ব্যাটিং উইকেটে এই পুঁজি নিয়ে যে লড়াই করা যায় না তা বাংলাদেশকে দেখিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউসের ও দারেন্দ্রা ডটিনের ব্যাটে হেসেখেলে জিতল তারা।

সেন্ট কিটসে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাটিং বেছে জ্যোতির ৪০ বলে ৫৩ ও সুপ্তার ৪১ বলে ৩৭ রানে ভর করে বাংলাদেশ করতে পারে ১৪৪ রান। ১৯ বল আগে স্রেফ ২ উইকেট হারিয়ে ওই রান পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা।

অধিনায়ক ম্যাথিউস ৫৪ বলে অপরাজিত থাকেন ৬০ রানে, তবে তাকে ছাপিয়ে দ্রুত খেলা শেষ করার কারিগর ডটিন। মাত্র ২২ বলে ৭ ছক্কায় ৫১ করে অপরাজিত ছিলেন তিনি।

মাঝারি রান তাড়ায় নেমে কিয়ানা জোসেফকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬৩ আনে স্বাগতিক দল। ২৯ করা জোসেফকে ফেরান ফাহিমা খাতুন। শেমাইন ক্যাম্পেলকেও দ্রুত তুলে নেন তিনি। এরপর নেমে দ্রুত ম্যাচ শেষ করতে থাকেন ডটিন।

কোন চার মারেননি তিনি, একে একে উড়ান ৭ ছক্কা।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ ওভারে হারায় দিলারা আক্তারের উইকেট। আরেক ওপেনার সোবহানা মুশতারি ফেরেন ৮ম ওভারে ২১ বলে ২২ করে। এরপর জ্যোতি-সুপ্তা মিলে যোগ করেন ৮২ রান। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে ছিলো টি-টোয়েন্টির ফায়ার পাওয়ার। সেই পুরনো রোগেই ভুগতে থাকা দলটি তাই জেতার মতন পুঁজি পায়নি।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

8m ago