স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড পুঁজি বাংলাদেশের

কদিন আগেই থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সংস্করণে নিজেদের সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এক ম্যাচ যেতেই সেই রেকর্ড আবার ভেঙ্গেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের রেকর্ড পুঁজির ভিত এদিনও গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন তিনি। তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ৩ উইকেটে করা ২৭১ রানের পুঁজিকে ছাড়িয়ে গেছে দলটি।

যদিও উইকেট হারিয়ে শুরুটা কিছুটা শঙ্কার ছিল। ওপেনার ইসমা তানজিম ২৯ বলে ১৪ রান করে ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে এরপর ফারজানা হক (৮৪ বলে ৫৭ রান) ও শারমিন আখতার (৭৯ বলে ৫৭ রান) দুর্দান্ত জুটি গড়ে তোলেন। এই জুটি ১০৩ রান যোগ করলে দলের ভিত মজবুত হয়।

শেষদিকে ফাহিমা খাতুনের ২২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস এবং জ্যোতির দারুণ ফিনিশিংয়ে ইনিংসটি আরও শক্তিশালী রূপ পায়।

আগের দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচ জিতলে বিশ্বকাপের টিকিটের পথে অনেকটাই এগিয়ে যাবে। আর এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

13m ago