শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত মারুফা

শঙ্কা কাটিয়ে বাংলাদেশের পেসার মারুফা আক্তার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত। তিনি সুস্থ হয়ে উঠেছেন মাংসপেশীর চোট থেকে, যা তাকে গত মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে পুরো ওভার বল করতে দেয়নি। সেই ম্যাচে বাংলাদেশ জয়ের তীব্র আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায়।
ইন সুইংয়ের প্রদর্শনী দেখিয়ে ইংলিশদের বিপক্ষে মারুফা ৫ ওভারের স্পেলে দারুণ ছিলেন। ২৮ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট, যা প্রতিপক্ষের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল। তবে পঞ্চম ওভারের শেষদিকে চোট পাওয়ায় ম্যাচের বাকি অংশে আর বল করতে পারেননি।
মারুফার অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিং পরিকল্পনা বিঘ্নিত হয়েছিল। কারণ, তারা মাঝের ওভারগুলোতে প্রয়োজনীয় উইকেট নিতে পারেনি। তবে আশার খবর হলো, তিনি ইতোমধ্যে আবার নেটে অনুশীলনে ফিরেছেন।
বাংলাদেশ শুক্রবার গুয়াহাটিতে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।
মারুফার শারীরিক অবস্থা নিয়ে দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, 'সে খেলতে পারবে। সে বর্তমানে বোলিং করছে এবং এমন কোনো অসুবিধা অনুভব করছে না, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।'
তিনি যোগ করেন, 'ইংল্যান্ডের ইনিংসের শেষদিকে সে বল করতে প্রস্তুত ছিল। তবে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি।'
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে সেই ধারা বজায় রাখতে পারেনি। তবে স্পিনার নাহিদা আক্তার মনে করেন, তারা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবেন, 'যে ম্যাচটি আমরা হেরেছি, তা এখন অতীত। এখন আমাদের মনোযোগ সামনের ম্যাচের দিকে।'
তিনি আরও বলেন, 'আমরা কোনো নির্দিষ্ট প্রতিপক্ষকে নিয়ে আলাদাভাবে ভাবছি না। আমাদের পরিকল্পনা হলো, দল হিসেবে ভালো ব্যাটিং ও বোলিং করা।'
Comments