‘অসাধারণ’ মারুফার প্রশংসায় পঞ্চমুখ জ্যোতি

২০২৫ আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বমঞ্চে নিজেদের আগের সেরা সাফল্য ছুঁয়ে ফেলল তারা।
গতকাল বৃহস্পতিবার কলম্বোতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ দল। তারা এর আগে মাত্র একবারই (২০২২ সালের আসরে) ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল। সেবারও টাইগ্রেসরা একটি ম্যাচ জিতেছিল, প্রতিপক্ষ ছিল পাকিস্তানই।
দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ম্যাচসেরার পুরস্কারজয়ী পেসার মারুফা আক্তার। দুর্দান্ত ইন সুইং ডেলিভারিতে প্রথম ওভারেই দুটি শিকার ধরেন তিনি। পাকিস্তানের ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে ফেরান। দুজনই গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বোলিং নিয়ে মারুফা বলেন, 'ভালো সুইং পাচ্ছিলাম। প্রথম বলেই দারুণ সুইং হলো। তারপর আমি শুধু লাইন আর লেংথ ঠিক রেখে বল করেছি।'
মারুফার প্রশংসায় পঞ্চমুখ হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, 'মারুফা খুবই তরুণ অথচ পরিণত মানসিকতার। নিজের ভূমিকা ও দায়িত্ব সে ভালোমতো জানে এবং খুব আত্মবিশ্বাসী। আজ যেভাবে বোলিং করেছে, তা স্রেফ অসাধারণ! পাকিস্তানের ইনিংস শেষে আমরা ঠিক করি, রান তাড়ায় নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলব। ঝিলিক তার অভিষেক ম্যাচে চমৎকার ব্যাট করেছে।'
পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় ওয়ানডে অভিষেকে ঝলক দেখান ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। তিনি আটটি চারের সাহায্যে ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন। তার ব্যাটে চড়ে বাংলাদেশ ১১৩ বল হাতে রেখে পৌঁছে যায় বন্দরে।
দলের পারফরম্যান্স নিয়ে জ্যোতির মূল্যায়ন, 'আমরা চেয়েছিলাম টুর্নামেন্টটা জয় দিয়ে শুরু করতে। এতে যে মোমেন্টাম আসবে, তা আমরা পরের ম্যাচগুলোতে কাজে লাগাতে পারব।'
এই জয়ে বাংলাদেশ আট দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে আছে অস্ট্রেলিয়া, আর তৃতীয় স্থানে ভারত। বাংলাদেশের ঝুলিতে এখন ২ পয়েন্ট, নেট রান রেট +১.৬২৩।
Comments