পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
কলম্বোয় তপ্ত রোদে মুদ্রা ছুঁড়তেই ভাগ্য হাসলো পাকিস্তানের পক্ষে। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা। ফলে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।
বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
টস জিতলে বাংলাদেশও ব্যাটিং নিত জানিয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেন, 'আমরাও টস জিতলে ব্যাটিং নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। আমরা অনেক ফিটনেস ক্যাম্প করেছি, নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রেখেছি। আশা করি, সেটার ফল মাঠে দিতে পারব।'
বাংলাদেশ আজ মাঠে নামছে ফারজানা হক ও রুবিয়া হায়দারকে নিয়ে ওপেনিং জুটিতে। তাদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকছেন শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার ও ফাহিমা খাতুন। স্পিন বিভাগ সামলাবেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। পেস আক্রমণে আছেন মারুফা আক্তার এবং নিশিতা আক্তার।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক ফাতিমা জানিয়েছেন, তিনজন নতুন ক্রিকেটার তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছেন আজ।
টসে জিতে পাকিস্তান অধিনায়ক বলেন, 'উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো মনে হচ্ছে। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দলকে হারাতে পারব। বিশ্বকাপে প্রতিটি প্রতিপক্ষই কঠিন। তবে আমরা বাংলাদেশকে বাছাইপর্বে খেলেছি, আর এই কন্ডিশনে ভালো খেলার চেষ্টা করব।'
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, সিদরা নওয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল


Comments