পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে এক সঙ্গেই। দুই দলের ম্যাচটি আজ নিছকই আনুষ্ঠানিকতার। তবুও রাওয়ালপিন্ডিতে আজ জয় পেতে মরিয়া বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই। অন্তত একটি জয় নিয়ে সুন্দর সমাপ্তি টানতে চায় তারা।

সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা না থাকলেও সম্মান রক্ষার জন্য এখনো অনেক কিছুই আছে দখলে নেওয়ার। স্বদেশি দর্শকদের সামনে লড়াইয়ে নামছে পাকিস্তান, যারা চাইবে অন্তত একটি জয় তুলে নিয়ে নিজেদের টুর্নামেন্ট শেষ করতে। অন্যদিকে, বাংলাদেশ প্রমাণ করতে চাইবে যে, তারা এই মানের প্রতিযোগিতার যোগ্য প্রতিদ্বন্দ্বী।

রাওয়ালপিন্ডিতে গ্রুপ 'এ'-এর তলানির জায়গা এড়িয়ে সম্মানজনক বিদায়ের লক্ষ্যে নামার আগে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য পরিসংখ্যান।

১) এই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

২) ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচটি জয় রয়েছে। তবে দুই দলের মোট ৩৯ দেখায় পাকিস্তানের জয় ৩৪টি, যার মধ্যে আইসিসি ইভেন্টে শেষ তিন ম্যাচেই তারা জয় পেয়েছে।

৩) ওয়ানডেতে বাংলাদেশ কখনোই পাকিস্তানকে তাদের মাটিতে হারাতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে তাদের হোম রেকর্ড ১২-০। তবে টাইগাররা পাকিস্তানে দুটি ওয়ানডে জিতেছে, দুটিই এশিয়া কাপে (২০০৮ সালে আমিরাত ও ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে)।

৪) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি দুই দলের ২০ দেখায় খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটিং গড় মাত্র ২৩.৮০, আর স্ট্রাইক রেট ৫৯.৪০।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago