এবার পিএসএলে রিশাদদের কোচ ডমিঙ্গো

Russell Domingo
ফাইল ছবি

বাংলাদেশের প্রাক্তন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবার দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি লিগে। দক্ষিণ আফ্রিকান এই কোচ পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের দায়িত্ব নিয়েছেন। যে দলে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।

ব্যক্তিগত কারণে ড্যারন গফ সরে দাঁড়ানোয় ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছে লাহোর। কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতন জাতীয় দলে দায়িত্ব পালন করলেও ফ্র্যাঞ্জাইজি লিগে সে অভিজ্ঞতা ছিলো না ডমিঙ্গোর। এবার সেই নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।

প্রোটিয়া এই কোচ বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই নতুন যাত্রায় ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক দলে কোচ হিসেবে কাজ করার পর ২০১২ সালে পান জাতীয় দলের প্রধান কোচের পদ। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ডমিঙ্গোর অধীনেই খেলে বাংলাদেশ। ২০১৩ সালে সব সংস্করণে দক্ষিণ আফ্রিকার কোচ হন তিনি।

২০১৯ সালে ডমিঙ্গোকে প্রধান কোচ করে বাংলাদেশ। তার অধীনে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যও আসে আবার প্রবল সমালোচনায়ও পড়েন তিনি। ২০২২ সালে তার বিদায়ও ছিলো তিক্ত।

বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছিলেন তিনি। মাঝে নেদারল্যান্ডসের কোচিং স্টাফেও দেখা গেছে তাকে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখাচ্ছেন ডমিঙ্গো।

১১ এপ্রিল পিএসএলের উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর। এবার পুরো পিএসএলের জন্য বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন রিশাদ। তিনি কোচ হিসেবে ডমিঙ্গোকে পাবেন আবার।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

9m ago