পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেই চ্যাপম্যান

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ব্যাটার মার্ক চ্যাপম্যান।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপস ৭৩ রানের জয়ে চ্যাপম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ফিল্ডিংয়ের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্ক্যানের পর জানা গেছে, তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার হয়েছে।

ফলে তিন ম্যাচ সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার টিম সাইফার্টকে, যিনি বুধবার হ্যামিলটনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হচ্ছেন।

চ্যাপম্যান রিহ্যাবের জন্য অকল্যান্ড ফিরবেন। শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন কোচ গ্যারি স্টেড, 'প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।'

চ্যাপম্যানের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া সাইফার্ট পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। স্টেড বিশ্বাস করেন, ৫০ ওভারের ফরম্যাটেও এই ফর্ম ধরে রাখতে পারবেন সাইফার্ট।

'এই দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে, তাই টিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নেওয়া আমাদের জন্য সুবিধার। টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স অসাধারণ ছিল, আর তিনি আমাদের টপ-অর্ডারে শক্তি যোগ করবেন। দ্বিতীয় ওয়ানডের আগে এটা আমাদের জন্য দারুণ এক সংযোজন,' বলেছেন স্টেড।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, মিচ হেই, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago