ডিপিএল বিতর্কের আঁচ শান্তদের উপর পড়ার শঙ্কা উড়িয়ে দিলেন না সিমন্স

phil simmons

এই সময়ে খবরের শিরোনামে চট্টগ্রাম টেস্ট যতখানি, তারচেয়ে ঢের বেশি ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে চলমান নাটক ও বিসিবিতে বিবিধ উত্তেজনা। বাংলাদেশের ক্রিকেট সম্ভবত পার করছে সবচেয়ে তলানির সময়। যেখানে ইতিবাচক খবর খুঁজে পাওয়া দুষ্কর। সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপরও সেই আঁচ লাগা স্বাভাবিক, সেটা অস্বীকার করলেন না কোচ ফিল সিমন্স। বাইরের এসব উপদান থেকে খেলোয়াড়দের সুরক্ষা করা অন্যতম দায়িত্ব মনে করছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বিসিবির কয়েকবার সিদ্ধান্ত বদল, অপেশাদারিত্ব, সেখানে আবার একদল ক্রিকেটারের জড়িত হয়ে চাপ তৈরি করা হাস্যরসের জন্ম দিয়েছে। বিসিবি সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম অভিযোগের একটি খবরও আছে আলোচনায়।

শক্তি, সামর্থ্যে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে সিলেটে টেস্ট হার এমনিতেই বড় ধাক্কা। এরমধ্যে দেশের ক্রিকেট যে চরম বাজে অবস্থায় আছে তার রুগ্ন দশা বেরিয়ে আসে ঢাকা প্রিমিয়ার লিগে। যেখানে বিসিবির দেখা মিলে নড়বড়ে এক প্রতিষ্ঠান হিসেবে। যারা নিজেদের সিদ্ধান্ত নিয়েই অপরিষ্কার, বারকয়েক সেটা বদল করেও ধোঁয়াশা কাটাতে পারেনি।

রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (পূর্বের জহুর আহমেদ চৌধুরী) স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সিমন্স জানান, এই টেস্ট শুরুর আগের রাতের সভায় তাদের মূল ফোকাসই হবে ক্রিকেটারদের এসব থেকে দূরে রাখা, 'কোচিং স্টাফ হিসেবে আমাদের বাইরের ব্যাপার যা মনোযোগে বিঘ্ন ঘটায় তা থেকে খেলোয়াড়দের সুরক্ষা করতে হবে। আমরা রাতে সভায় বসব, আমরা পরের পাঁচদিন যাতে বাইরের কোনো কিছু এখানে প্রভাব ফেলতে না পারে তার উপর গুরুত্ব দেব।'

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

Islami Chhatra Shibir-backed vice-president candidate Abu Shadik Kayem was leading the Ducsu polls in six out of 18 halls of Dhaka University.

1h ago