বিরতির পর আইপিএলে যারা ফিরছেন, যাদের বদলি নিতে হচ্ছে

ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে সাময়িক স্থগিত হওয়ার পর শনিবার থেকে ফিরছে আইপিএল। ঘোষিত হয়েছে নতুন সূচি। আর তাতে আন্তর্জাতিক সূচির সঙ্গে লেগেছে গোলমাল। একদিকে যেমন কিছু তারকা পুনরায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন, তেমনি কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তাদের দল। আর এই পরিস্থিতিতে দলগুলো তাকিয়ে আছে বদলি খেলোয়াড়দের দিকে।

যারা ফিরছেন:

বেশ কিছু দল তাদের গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়দের ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেলেও রাজস্থান রয়্যালসের জন্য সুখবর, তাদের মারকুটে ব্যাটসম্যান শিমরন হেটমায়ার এবং লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্লে অফের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেডকে ফিরে পাচ্ছে। লিগ পর্বের শেষ ম্যাচগুলো খেলে তারা ইংল্যান্ডে যাবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে।

কলকাতা নাইট রাইডার্সের জন্য আরও ভালো খবর, তাদের বিদেশি স্তম্ভ আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, রাহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি কক সকলেই দলের সঙ্গে থাকছেন।

বেশিরভাগ খেলোয়াড় পাচ্ছে লখনউ সুপার জায়ান্টস। শুধু এইডেন মার্করাম প্লে-অফের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। মুম্বাই ইন্ডিয়ান্সের বিদেশি তারকারাও আপাতত দলের সঙ্গেই থাকছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর বিদেশিরা বেশিরভাগ ফিরছেন। বেঙ্গালুরুতে ফিরে এসেছেন রোমারিও শেফার্ড, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল। শনিবারের ম্যাচেই পাওয়া যাবে তাদের। তবে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড আর ফিরছেন না।

যারা ফিরছেন না এবং তাদের বদলি:

তবে কিছু দল গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়দের পাচ্ছে না। দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা, তাদের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক আর ফিরছেন না। এই শঙ্কায় তারা বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তিনি অবশ্য লিগ পর্বের দুই ম্যাচের জন্য বিসিবির এনওসি পেয়েছেন। মোস্তাফিজ মূলত এসেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগুর্কের বদলি হিসেবে। ব্যক্তিগত কারণে ফ্রেজার আর আইপিএলে ফিরছেন না।

গুজরাট টাইটান্স তাদের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারকে প্লে অফ রাউন্ডে পাবে না। লিগ পর্বের ম্যাচ খেলেই ইংল্যান্ডের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে তিনি আইপিএল ছাড়বেন। প্লে অফে তার বদলি হিসেবে খেলবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। গুজরাটে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে তিনি আগেভাগে চলে যেতে পারেন।

পাঞ্জাব কিংস তাদের কয়েকজন বিদেশি খেলোয়াড়ের প্রত্যাবর্তন নিয়ে এখনও নিশ্চিত নয়। মার্কাস স্টয়নিস, জশ ইংলিস এবং অ্যারন হার্ডি আদৌ ফিরবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে তারা মিচেল ওয়েন, আজমতুল্লাহ ওমরজাই এবং জ্যাভিয়ের বার্টলেকে পাচ্ছে।

প্লে অফ থেকে ছিটকে যাওয়া চেন্নাই সুপার কিংসের জন্য কিছুটা মিশ্র খবর। তারা ডেভন কনওয়ে এবং মাথিশা পাথিরানাকে ফেরত পাচ্ছে, তবে জেমী ওভারটনকে পাবে না।

Comments

The Daily Star  | English

Hamas agrees to some of Trump's plan but seeks negotiations

Agrees to releasing hostages and handing over administration of the enclave

2h ago