বিসিবিতে আবারও দুদকের দল, খতিয়ে দেখবে আর্থিক অনিয়ম

ছবি: বিসিবি

এক মাসের মধ্যে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগেরবারের মতো এবারও তারা তৃতীয় বিভাগের দল নির্বাচন নিয়ে তদন্ত করার কথা বলেছে। তবে এবার অভিযানে আসে ভিন্ন একটি দল। বিসিবির গঠনতন্ত্র আর অন্যান্য আর্থিক অনিয়মও খতিয়ে দেখছে তারা।

শনিবার দুপুরে সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে বিসিবিতে আসে দুদকের একটি দল। বিকেল পর্যন্ত মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে অবস্থান করে তারা।

পরে বেরিয়ে গণমাধ্যমকে রাজু বলেন, 'আজকে অভিযানের বিষয় ছিল তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম। পাশাপাশি গঠনতন্ত্র ও আর্থিক অন্যান্য অনিয়মের বিষয়ে একটা সার্বিক সুর্নিদিষ্ট অভিযোগ নিয়ে আমরা এসেছি। অভিযোগের আলোকে আমরা নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করলাম। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বললাম। আমরা আরও কিছু বক্তব্য গ্রহণ করব।'

গত ১৫ এপ্রিল বিসিবিতে প্রথমবার অভিযানে আসে দুদকের একটি দল। তারা বিপিএলে টিকিট বিক্রির প্রক্রিয়া ও তৃতীয় বিভাগ বাছাই নিয়ে প্রশ্ন তোলে।

রাজু জানান, আগের দলটির অভিযানের সঙ্গে তাদের মিল নেই। ওই দলটির তদন্তের হালনাগাদও জানাতে পারেননি তিনি, 'এর আগের যে বিষয় ছিল... তারা আলাদা দল। তাদেরটা আমি জানতে পারি না। তৃতীয় বিভাগ বাছাইয়ের বিষয়টা স্বচ্ছ ছিল কিনা, অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। বিসিবি যে গঠিত হয়েছে, গঠনতন্ত্র কতটুকু বৈধ বা সিদ্ধ, এটাও আমরা পর্যালোচনা করেছি। গঠনতন্ত্রে আমরা কিছু গ্যাপ পেয়েছি। এখানে চাকরির সঠিক বিধিমালা নেই। এই বিষয় আরও পর্যালোচনা করতে চাই।'

সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নিয়ম না মেনে বিসিবির অর্থ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এক প্রশ্নের জবাবে দুদকের এই প্রতিনিধির জবাব, 'আমরা এই ব্যাপারটিও খতিয়ে দেখব।'

Comments

The Daily Star  | English
Nomination Rejections: 350 failed to prove 1pc voters’ support

EC, govt going full steam ahead with polls prep

Chief Adviser reaffirmed the interim govt's commitment to holding a free, fair, and festive election in the first half of February.

13h ago