সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আজ রোববার এ দুটি মামলা করা হয়।
দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করা হয়েছে।
এছাড়া, তার নামে থাকা ৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে জানা গেছে।
দ্বিতীয় মামলায় শেখ আব্দুল হান্নান ও তাহমিদা বেগম দুজনকেই আসামি করা হয়েছে।
মামলার বিবরণী অনুযায়ী, তাহমিদা বেগম তার জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলায় তার নামে থাকা ৩২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের কথাও উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দুদক উপ-পরিচালক তানজির হাসিব সরকার এ দুটি মামলা করেন।
Comments