মুম্বাইতে জ্যাকসের বদলি বেয়ারস্টো, রিকেলটনের জায়গায় আসালাঙ্কা

Jonny Bairstow

আইপিএলের শেষ ধাপে মুম্বাই ইন্ডিয়ান্স পাচ্ছে না অলরাউন্ডার উইল জ্যাকসকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড স্কোয়াডে থাকায় প্লে অফ রাউন্ডে খেলতে পারবেন না তিনি। তার বদলে আরেক ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে দলে নিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য ছন্দে থাকা রায়ান রিকেলটনকেও পাচ্ছে না তারা, তার জায়গায় এসেছেন শ্রীলঙ্কান চারিথা আসালাঙ্কা।

মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে। শেষ লিগ ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় রায়ান রিকেলটন এবং করবিন বোশের সঙ্গে ইংল্যান্ডের জ্যাকসও জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চলে যাবেন। আসালাঙ্কা ছাড়াও ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকেও ছেড়ে যাওয়া খেলোয়াড়দের পূরণ করতে দলে নিয়েছে মুম্বাই।

একটি বিবৃতিতে তারা বলেছে, 'মুম্বাই প্লে অফে উঠলে বদলি খেলোয়াড়রা দলে যোগ দেবেন।'

৩৫ বছর বয়সী বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে প্রায় ৩০০টি ম্যাচ খেলেছেন, তাকে ৬১৪,০০০ ডলারে চুক্তিবদ্ধ করা হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ১০ দলের টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। প্লে অফ নিশ্চিত করতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে আছে তারা।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের বেশি আইপিএল বন্ধ ছিলো। নতুন শুরুর পর সূচি হয়ে গেছে এলোমেলো। আগের সূচিতে ২৫ মে হওয়ার কথা ছিলো আইপিএলের ফাইনাল। সেরকম সব খেলোয়াড়ই পুরো আসরে এভেইলেবল থাকতেন। কিন্তু নতুন সূচিতে আইপিএল চলবে ৩ জুন অবধি। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা চলে আসায় অনেক দলই তাই ভুগছে।

Comments

The Daily Star  | English

Unveil roadmap or it’ll be hard to cooperate

The BNP yesterday expressed disappointment over the absence of a clear roadmap for the upcoming national election, despite the demand for one made during its recent meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

7h ago