পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। চোটের কারণে দুই দলের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল জয়পুরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছেন মোস্তাফিজ। তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে ২৯ বছর বয়সী বোলারের।
বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। এই চোটের জন্য বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে, আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে খেলানোর জন্য বিবেচনা করা যাবে না।'
আইপিএলের লিগ পর্ব থেকে বাদ পড়া দিল্লির শেষ ম্যাচে নিজেকে মেলে ধরেন মোস্তাফিজ। ৪ ওভারের কোটা পূর্ণ করে ৩৩ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। ক্যাচ লুফে নিতে পারলে অবশ্য আরও ২ উইকেট পেতে পারতেন কাটার মাস্টার খ্যাত তারকা।
মোস্তাফিজের বদলি হিসেবে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। ১৬টি টেস্ট ও দুটি ওয়ানডে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তার।
এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আগামী ২৮ মে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ মে দ্বিতীয় ও ১ জুন শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো খেলার ভেন্যু লাহোর। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
Comments