পুরানের সিদ্ধান্তে ‘আশ্চর্য নন’, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সামি

Daren Sammy

মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করেছেন নিকোলাস পুরান। তবে এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি মোটেও অবাক নন। বরং পুরানের পথেই আরও অনেকে হাঁটতে পারেন বলে শঙ্কা করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক সামি এমন কিছু ঘটার আঁচ পাচ্ছিলেন তিনি, 'আমার সহজাত প্রবৃত্তি আমাকে বলেছিল যে এমন কিছু ঘটবে। নিকোলাস আমাকে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিল, এবং আমি তার এজেন্টের সঙ্গেও কথা বলেছিলাম।'

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তার আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের ধরে রাখা কঠিন করে তুলেছে বলে মনে করেন সামি, 'আমি নিশ্চিত যে আরও অনেকে এই পথে হাঁটবেন। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এমনই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা খেলোয়াড়দের জন্য, জাতীয় দলের হয়ে খেলার জন্য তাদের অনুপ্রাণিত রাখা বেশ চ্যালেঞ্জিং।'

পুরানের কদিন আগেই আকস্মিক অবসরে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। অকাল অবসরে নেন কুইন্টেন ডি ককের মতন তারকারা। পুরান অবসর নিয়ে তার ইনস্টাগ্রাম পোস্টে বলেন, অনেক চিন্তাভাবনা এবং আত্ম বিশ্লেষণের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সি পরে মাঠে নামা এবং দেশকে প্রতিনিধিত্ব করাকে তার জীবনের অন্যতম বড় গর্ব বলেও উল্লেখ করেছেন।

পুরানের অবসর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। দলটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি, খেলতে পারেনি চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

সামির মতে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ব্যাপারে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের চিন্তা করার দিকে ইঙ্গিত দেন এই সাবেক ক্রিকেটার।

Comments

The Daily Star  | English

ICT sends 15 army officers to jail

Govt and jail authorities would determine the facility where the officers will be kept, Tajul Islam says

1h ago