শান্তর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না, বিশ্বাস মিরাজের

হুট করেই বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জাতীয় দলে এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে দ্বন্দ্বের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এমন কিছুই হবে না বলে বিশ্বাস করেন মিরাজ।

বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলে একত্রে খেলে আসছেন মিরাজ ও শান্ত। দুইজনের মধ্যে বন্ধুত্বও দারুণ। শান্তর নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ জয়ে দারুণ ভূমিকাও রেখেছেন মিরাজ। এবার শান্তর কাছ থেকেও এমন কিছু প্রত্যাশা করছেন এই অলরাউন্ডার।

আগের রাতেই অধিনায়ক ঘোষণার পর শুক্রবার সকালে মিরপুর শেরে বাংলায় প্রথমবারের মতো স্থায়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সদ্য সাবেক হওয়া অধিনায়কের সঙ্গে কোনো ঝামেলা হবে না বলেই বিশ্বাস রাখা মিরাজ বলেন, 'আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে, আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না।'

'ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে। ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্ব আমি কখনও আলাদা কিছু ফিল করিনি। আশা করি আমার ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই,' যোগ করেন মিরাজ।

শান্তর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, 'কথা হয়েছে। ওর সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গেই ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে আছি। আমাদের যে জিনিসটা মনে হয়, অধিনায়ক তেমন ম্যাটার করে না। দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে যখনই কথা হয়েছে, দুজনে এটাই আলোচনা করেছি বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে পারি।... তবে আশা করি এটা দ্রুত কেটে আসবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস।'

কিছু দিন আগেই টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন শান্ত। এরপর একাদশ থেকেই বাদ পড়ে যান তিনি। তবে ওয়ানডেতে শান্তর পারফরম্যান্স নিয়ে শঙ্কা নিয়ে নতুন অধিনায়কের, 'অনেক ভালো পারফর্ম করেছে শান্ত। হয়তো দলীয় ফলের ক্ষেত্রে... আমরা তো সবসময় ফল খুঁজি। আমরা চিন্তা করি, দল কোন জায়গায় আছে। ফলের দিক থেকে আশা যেভাবে করেছিলাম সেটা হয়তো পূরণ করতে পারিনি। পারফরম্যান্স যদি বলেন, শান্ত ওয়ানডেতে ভালো করেছে অনেক।'

ওয়ানডেতে ভালো করলেও কেন তাকে বাদ দেওয়া হলো, এমন প্রশ্নে মিরাজ বলেন, 'এখন ওয়ানডেতে আমরা হয়তো ১০ নম্বরে আছি, আগে একটা সময় ৫ নম্বরেও ছিলাম। আমি যখন ঢুকেছি ৬ নম্বরে ছিলাম। ২০২৩ বিশ্বকাপের পর আমরা বেশি ওয়ানডে খেলিনি। সেখানে হয়তো একটু ইয়ে হয়ে গেছে। তো পারফরম্যান্সের দিক থেকে শান্ত অনেক ভালো করেছে। দিন শেষে এটা বোর্ডের সিদ্ধান্ত। তারা কীভাবে চিন্তা করছে, কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

5h ago