প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন বাবর

ছবি: সিডনি সিক্সার্স এক্স

বাবর আজম প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের পরবর্তী মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। এর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে একজন করে বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাবরকে নিয়েছে সিক্সার্স।

শুক্রবার সিক্সার্সের দেওয়া বিবৃতিতে উচ্ছ্বসিত বাবর বলেন, বিগ ব্যাশে খেলতে তর সইছে না তার, 'বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়ে এবং একটি সফল ও সম্মানিত ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে সত্যিই রোমাঞ্চ হচ্ছে।'

সিক্সার্সে সতীর্থ হিসেবে বাবর পাবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথকে। দলটিতে আরও আছেন শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন ডোয়ারশিস, জ্যাক এডওয়ার্ডস, মোইসেস হেনরিকস, টড মার্ফি, মিচ পেরি, জশ ফিলিপ ও জর্ডান সিল্ক।

৩০ বছর বয়সী বাবর ২০২৫-২৬ মৌসুমের পুরোটায় খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে পাকিস্তান টি-টোয়েন্টি দলে তিনি জায়গা হারিয়ে ফেলেছেন চলতি বছরের শুরুতে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩২০ ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। ৪৩.০৭ গড় ও ১২৯.৩৩ স্ট্রাইক রেটে তার রান ১১৩৩০। ৯৩ হাফসেঞ্চুরির পাশাপাশি ১১ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

সিক্সার্স সবশেষ মৌসুমে (২০২৪-২৫) দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছিল। তবে প্লে-অফে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদেরকে। প্রথমে হোবার্ট হারিকেন্স ও পরে নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারের কাছে পরাস্ত হয় তারা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago