শ্রীলঙ্কা সফরে সাদা বলেও তাসকিনকে না পাওয়ার শঙ্কা

ছবি: এএফপি

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন আহমেদ পুরো শ্রীলঙ্কা সফরেই হয়ে থাকতে পারেন দর্শক। টেস্ট সিরিজের পর বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার মাটিতে তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে তাসকিনকে ছাড়াই লাল বলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ২ জুলাই ওয়ানডে সিরিজ ও ১০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তবে গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিনের সাদা বলের সিরিজ দুটিতে খেলার সম্ভাবনা ক্ষীণ।

বিশেষজ্ঞদের মতামত নিতে লন্ডনেও গিয়েছিলেন তাসকিন। বর্তমানে রক্ষণাত্মক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে তার ক্ষেত্রে। চলতি মাস শেষ হওয়ার পরই তার চোটের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সেকারণে ডানহাতি ফাস্ট বোলারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে শুক্রবার বলেছেন, '(স্কোয়াড ঘোষণার সময়) তাসকিন টেস্ট খেলার মতো পরিস্থিতিতে ছিল না। যুক্তিসঙ্গতভাবে, যখন একজন খেলোয়াড় চোট পান, তখন তার সীমিত ওভারের ক্রিকেটের মাধ্যমে খেলায় ফিরে আসা উচিত।'

তিনি যোগ করেছেন, 'তার পুনর্বাসন চলছে। কিন্তু (শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর) ওই সময়ের আগে সে দলে ফিরতে পারবে কিনা তা আমরা নিশ্চিত নই। আমরা এই মাস শেষ হওয়ার পর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করব। এরপরই আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।'

দেবাশীষ অবশ্য অন্য দুই পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সময়মতো সেরে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী রয়েছেন। গত মাসে মাংসপেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে পারেননি শরিফুল। আর আইপিএলে গিয়ে আঙুলে চোট পেয়ে তিন ম্যাচের ওই গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন মোস্তাফিজ।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

41m ago