বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭: জেনে নিন কে কার মুখোমুখি হবে

Najmul Hossain Shanto congratulates Angelo Mathews
গলে বাংলাদেশের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলতে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই টেস্ট দিয়েই শুরু হয়েছে নতুন চক্র।

কদিন আগেই লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগের চক্র শেষে আজ থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট দিয়েই শুরু হয়ে গেছে নতুন চক্র ২০২৫-২৭ চক্রেও ঘরে বাইরে মোট ছয়টি সিরিজ খেলবে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত খেলবে বেশি টেস্ট। তুলনায় সবচেয়ে কম টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা।

প্রতিটি সিরিজে ম্যাচের সংখ্যা ভিন্ন হতে পারে, যা বন্ধনীতে উল্লেখ করা হয়েছে।

এক নজরে দলগুলোর সূচি:

অস্ট্রেলিয়া:

ঘরের মাঠে: ইংল্যান্ড (৫), বাংলাদেশ (২), নিউজিল্যান্ড (৪)

বিপক্ষের মাঠে: ওয়েস্ট ইন্ডিজ (৩), দক্ষিণ আফ্রিকা (৩), ভারত (৫)

বাংলাদেশ:

ঘরের মাঠে: পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (২)

বিপক্ষে মাঠে: শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (২), দক্ষিণ আফ্রিকা (২)

ইংল্যান্ড:

ঘরের মাঠে: ভারত (৫), নিউজিল্যান্ড (৩), পাকিস্তান (৩)

বিপক্ষে মাঠে: অস্ট্রেলিয়া (৫), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২)

ভারত:

ঘরের মাঠে: ওয়েস্ট ইন্ডিজ (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (৫)

বিপক্ষে মাঠে: ইংল্যান্ড (৫), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

নিউজিল্যান্ড:

ঘরের মাঠে: ওয়েস্ট ইন্ডিজ (৩), ভারত (২), শ্রীলঙ্কা (২)

বিপক্ষে মাঠে: ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

পাকিস্তান:

ঘরের মাঠে: দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

বিপক্ষে মাঠে: বাংলাদেশ (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (৩)

দক্ষিণ আফ্রিকা:

ঘরের মাঠে: অস্ট্রেলিয়া (৩), বাংলাদেশ (২), ইংল্যান্ড (৩)

বিপক্ষে মাঠে: পাকিস্তান (২), ভারত (২), শ্রীলঙ্কা (২)

শ্রীলঙ্কা:

ঘরের মাঠে: বাংলাদেশ (২), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২)

বিপক্ষে মাঠে: ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২), নিউজিল্যান্ড (২)

ওয়েস্ট ইন্ডিজ:

ঘরের মাঠে: অস্ট্রেলিয়া (৩), শ্রীলঙ্কা (২), পাকিস্তান (২)

বিপক্ষে মাঠে: ভারত (২), নিউজিল্যান্ড (২), বাংলাদেশ (২)

Comments

The Daily Star  | English
An investment boom hidden in plain sight

Returnee migrant capital: An investment boom hidden in plain sight

Conservative estimates suggest the informal returnee capital formation is now significant enough to rival the country's entire foreign direct investment (FDI).

6h ago