গল টেস্ট

বাংলাদেশের বড় পুঁজির জবাবে শ্রীলঙ্কার ভালো শুরু

Pathum Nissanka

দুই সেঞ্চুরি আর একটি সেঞ্চুরির কাছাকাছি ইনিংসে পাঁচশোর কাছে পুঁজি নিয়ে থেমেছিলো বাংলাদেশ। প্রতিপক্ষের বড় সংগ্রহের জবাবে ভালো শুরু পেয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে কেবল এক উইকেট হারিয়ে তিন অঙ্ক স্পর্শ করেছে তারা।

গল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১০০ রান। ওভারপ্রতি প্রায় চারের কাছাকাছি রান আনছে দলটি।

সকালে ১৬ বলের মধ্যে বাংলাদেশের শেষ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। ৪৯৫ রানের জবাব দিতে নেমে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশানকা ও  লাহিরু উদারা আনেন ইতিবাচক শুরু। প্রায় সাড়ে ২৯ বছর পর দুই ডানহাতি ব্যাটার ওপেন করতে নামেন লঙ্কানদের হয়ে।

অভিষিক্ত উদারা ছিলেন বেশি আগ্রাসী। স্ট্রোকের ঝলকে রান বাড়াচ্ছিলেন তিনি। ওভারপ্রতি পাঁচের কাছাকাছি রান আসছিলো। দ্বাদশ ওভারে এই জুটি ভাঙ্গেন তাইজুল ইসলাম। তার ঝুলিয়ে দেওয়া বলে বোলারের হাতেই সহজ ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ বলে ২৯ রান করা উদারা। ৪৭ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা।

অভিজ্ঞ দীনেশ চান্দিমাল তিনে নেমে দেখান স্থিরতা, নিয়ন্ত্রণ। আরেক পাশে নিশানকা ছুটছিলেন সাবলীল গতিতে। এই জুটিও দ্রুতই জমা যায়। উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো হওয়ায় বাংলাদেশের বোলাররা তেমন সুবিধা করতে পারছেন না। চান্দিমাল-নিশানকা জুটিতে ৮৯ বলে এসেছে ৫৩ রান।

৪৬ রানে ক্রিজে আছেন নিশানকা, ২২ করে তার সঙ্গী চান্দিমাল।

Comments

The Daily Star  | English

Govt to unveil July Declaration on August 5

It will be presented before the nation at 5:00pm

10m ago