গল টেস্ট

সতর্ক পথে জোড়া সেঞ্চুরি নিশ্চিত করলেন শান্ত, ইনিংস ঘোষণা বাংলাদেশের

Najmul Hossain Shanto
ছবিঃ এসএলসি

প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এলো সেঞ্চুরি। তবে প্রত্যাশা অনুযায়ী দ্রুত রান না তুলে সতর্ক পথে তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের ব্যাটিংয়ে মিলল না দ্রুত রান উঠিয়ে জেতার চেষ্টার তাড়না। শেষ পর্যন্ত লিড তিনশোর কাছে নিয়ে ইনিংস ছাড়ল সফরকারী দল।

শনিবার গলে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস  ঘোষণা করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে শ্রীলঙ্কার দরকার ২৯৬ রান। এজন্য সর্বোচ্চ ৩৭ ওভার ব্যাট করার সুযোগ পাবে তারা। অর্থাৎ ড্রয়ের সম্ভাবনাই এখন প্রবল।

১৯০ বলে থারিন্দু রত্নায়েকের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরিতে পৌঁছে উল্লাস করেন শান্ত। বুনো উল্লাসে বুঝিয়ে দেন নিজের আত্মতৃপ্তি।  টেস্টে এটি তার দ্বিতীয় জোড়া সেঞ্চুরি। এই শতকের পথে ৬৬ ও ৯০  রানে দুবার জীবন পান বাঁহাতি ব্যাটার। 

দিনের প্রথম ঘণ্টার কিছু বেশি সময় খেলার পর গলে নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে স্থানীয় সময় দুইটা ১০ মিনিটে আবার শুরু হয় খেলা। লম্বা সময় ভেস্তে যাওয়ায় দিনের বাকি বলা হয় ৫০ ওভার। এই অবস্থায় নেমে দ্রুত লিটন দাস ও জাকের আলি অনিকের উইকেট হারায় বাংলাদেশ। আরেক প্রান্তে অবিচল থাকা শান্ত সেঞ্চুরি নিশ্চিত করতে ধীর পায়ে এগুতে থাকেন। খেলেন একের পর এক ডট বল। সেঞ্চুরি নিশ্চিতের পর হাত খুলে মেরে কিছু রান বাড়িয়েছেন তিনি। মাইলফলক নিশ্চিতের পর তাকে মারতে দেখা গেছে তিন ছয়।

শান্ত ব্যক্তিগত মাইলফলকের জন্য ঝুঁকি নিতে চাননি এটা স্পষ্ট। দেখা যাক ৩৭ ওভার পেয়ে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে কতটা চেপে ধরতে পারেন।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

10h ago