হেডিংলি টেস্ট

জোড়া সেঞ্চুরিতে নতুন আরেক রেকর্ড পান্তের

Rishabh Pant

প্রথম ইনিংসে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছিলেন রিশভ পান্ত, উদযাপন করেছিলেন তার ট্রেডমার্ক ডিগবাজিতে। এবার সতর্ক পথে সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন তিন অঙ্ক। নব্বুইর ঘরে খেললেন ২৫ বল।  সুনিল গাভাস্কারের আহবানের পরও এবার আর ডিগবাজি দিলেন না। পান্তের এই সেঞ্চুরি যদিও এলো  ওয়ানডে গতিতেই। ৮ম টেস্ট সেঞ্চুরিতেও আরেকটি ইতিহাসে নাম উঠল তার।

হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে ১৩০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পান্ত। সেঞ্চুরির পর পর আবার মেরেছেন ছক্কা-চার। আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছেন ১৪০ বলে ১১৮ রান করে। ১৫ চারের সঙ্গে তিন ছক্কা এসেছে তার এই ইনিংসে। এই সেঞ্চুরিতে ইতিহাসে নাম লেখান বাঁহাতি ব্যাটার।  ইংল্যাডের বিপক্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ইতিহাসে দ্বিতীয় কিপার ব্যাটার হিসেবে একই টেস্টে দুই সেঞ্চুরির তালিকাতেও নাম উঠিয়েছেন তিনি। এর আগে এই কীর্তি একার ছিল জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের।

এবার সেঞ্চুরি করে বেশ সংযমী উদযাপন করেন পান্ত। ব্যাট উঁচিয়ে ধরার পর চোখে আঙুল রেখে নতুন এক ধরণের উদযাপন করেন তিনি।  টিভি ক্যামেরায় দেখাচ্ছিল ধারাভাষ্য কক্ষ থেকে বেরিয়ে গাভাস্কার তাকে আহবান করছেন ডিগবাজি দেওয়ার। পান্ত পাল্টা ঈশারা দিয়ে বোঝাচ্ছিলেন, 'পরেরবার হবে'।

৪৪ টেস্টে ৮ সেঞ্চুরি করা পান্ত নব্বুইর ঘরে আউট হয়েছেন সাতবার। এই টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরিতে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে ভারতের কিপার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হয়ে যায় তার। আরেক শতকে নিজের রেকর্ড আরেকটু উপরে নিলেন।

পান্তের আগে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুলও। দুইজনের সেঞ্চুরিতে লিড তিনশো ছাড়িয়ে অনেক দূর যাওয়ার পথে আছে ভারত। 

Comments

The Daily Star  | English
Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Abu Shadik Kayem won 14,042 votes while Abidul Islam Khan, from the Jatiyatabadi Chhatra Dal-backed panel, got 5,708 votes.

2h ago