১৪৮ বছরের টেস্ট ইতিহাসে অনন্য কীর্তি শুবমান গিলের

shubman gill

এজবাস্টনের সবুজ উইকেট যেন সাক্ষী থাকল এক ক্রিকেটীয় মহাকাব্যের। ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল মাত্র ২৫ বছর বয়সে, যা করে দেখালেন তা এর আগে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে কেউ পারেনি।

এই টেস্টে গিল করেছেন—প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১। একই টেস্টে আড়াইশো ছাড়ানো ও দেড়শো ছাড়ানো ইনিংস নেই ইতিহাসের আর কোন ব্যাটারের।

সব মিলিয়ে এক টেস্টে গিল করেছেন ৪৩০ রান, যা এক টেস্টে করা কোন ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ।

এক ম্যাচে ২৫০ ও ১৫০—প্রথম ব্যাটার গিল!

শুধু রানের হিসাবেই নয়, রেকর্ডের খাতায়ও গিলের নাম আজ থেকে আলাদা করে লেখা থাকবে। তিনি টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি এক ম্যাচে একটি ইনিংসে ২৫০+ এবং আরেক ইনিংসে ১৫০+ রান করেছেন।

ইংলিশ প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড গিলকে নিয়ে বলেন, 'গিল এক কথায় ভয়ংকর। একজন বোলার হিসেবে আমি সবসময় ব্যাটারের দুর্বলতা খুঁজি, কিন্তু ওর ব্যাটিংয়ে কোথাও কোনো ফাঁক নেই। স্টাইল, দৃঢ়তা আর দায়িত্ব—সব মিলিয়ে অসাধারণ।'

প্রথম ইনিংসে ধৈর্য, দ্বিতীয় ইনিংসে আগুন

প্রথম ইনিংসে গিল খেলেছেন ৮ ঘণ্টার বেশি—টানা ধৈর্যের পরীক্ষা। অফসাইডে তার ড্রাইভ দেখে ক্রিকেট বোদ্ধারা বলছেন—'সৌন্দর্যের সংজ্ঞা নতুন করে লিখতে হয়।'

আর দ্বিতীয় ইনিংস?

সেখানে ছিলেন আগুনঝরা। মাত্র ১৬২ বলে ১৬১ রান! মারেন ১৩টি চার, ৮টি ছয়। রান তুলেছেন দলকে এগিয়ে দেওয়ার তাড়নায়, যেন ফ্রন্ট ফুটেই অধিনায়কত্ব।

shubman gill

এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ

এটা এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ অ্যাগ্রিগেটের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড! ইংল্যান্ডের গ্রাহাম গুচ ১৯৯০ সালে লর্ডসে ৪৫৬ রান করেছিলেন দুই ইনিংস মিলিয়ে (৩৩৩ ও ১২৩) । গিলের কীর্তিময় ইনিংসে এসেছে ২৬৯ ও ১৬১ রান। দুটি ইনিংস মিলিয়ে গিলের ৪৩০ রান এখনই টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ অ্যাগ্রিগেট।

Virat Kohli and Shubman Gill

গিল: ব্যাটে এখন 'প্রিন্স', প্যাডে নেতৃত্বের ভার

  •  ভারতের হয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল বিরাট কোহলির ২৫৪*। এখন তা ছাড়িয়ে গেছেন গিল—২৬৯!

'ছোটোবেলা থেকেই জানতাম কোহলি কত রান করতেন'- ছোটো বয়স থেকেই গিলের অনুপ্রেরণা ছিলেন বিরাট কোহলি। আজ সেই কোহলির জায়গাতেই গিল ব্যাট করছেন—নম্বর ফোরে। যে জায়গায় একসময় কোহলির আধিপত্য ছিল, সেখানেই আজ রাজত্ব করছেন 'প্রিন্স গিল'। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে নেটে গিলকে দেখে কোহলি বলেছিলেন- 'ওর বয়সে আমার এতটুকুও প্রতিভা ছিল না।'

ভরসা রেখেছিলেন দ্রাবিড়, গিল এখন দেখাচ্ছেন নেতৃত্বের যোগ্যতা

এই সিরিজ শুরুর আগেও গিলের গড় ছিল ৩৬-এর নিচে। হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে 'ডাক' মারার পর অনেকে তাকে বাদ দেওয়ার কথা তুলেছিলেন। কিন্তু রাহুল দ্রাবিড় ভরসা রেখেছিলেন। এবং গিল তখন থেকেই পাল্টে যান—বিশাখাপত্তনম, ধর্মশালা, এরপর এখন এজবাস্টনে ইতিহাস। গড় এখন চল্লিশ ছাড়িয়ে গেছে। হয়ত সেটা বাড়তেই থাকবে। গিলের সামনে সুযোগ আছে এই সিরিজে স্যার ডন ব্র্যাডমানের এক সিরিজের ৯৭৪ রানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। এরমধ্যে ৫৮৫ রান করে ফেলেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Water lily tug-of-war continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June..Despite several exchanges of letters and multiple meetings between NCP and the chief election commissioner, other

2h ago