খালেদের নৈপুণ্যে জয় দিয়ে যাত্রা শুরু চ্যাম্পিয়ন রংপুরের

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর প্রথম ম্যাচেই উত্তেজনার পারদ চড়াল রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর ম্যাচের নায়ক হয়ে উঠলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

শেষ তিন ওভারে গায়ানার দরকার ছিল মাত্র ২৬ রান। তখনই মঞ্চে হাজির হন খালেদ। একের পর এক আঘাতে বদলে দেন ম্যাচের রঙ। শিমরন হেটমায়ার ও শারফেন রাদারফোর্ডকে ফিরিয়ে ম্যাচে রংপুরকে ফেরান। এরপর ইনিংসের ১৯তম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াস ও শামার স্প্রিংগারকে টানা দুই বলে আউট করে কার্যত জয় ছিনিয়ে আনেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি রংপুরকে।

এর আগে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়ানা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। শুরুতে রহমানুল্লাহ গুরবাজকে আজমতউল্লাহ ওমরজাই ফেরালেও জনসন চার্লস (৪০) ও মঈন আলি (২৭) জুটি গড়ে ম্যাচে চাপ কমিয়ে আনেন। কিন্তু তাদের ৪৮ রানের জুটি ভাঙতেই ধীরে ধীরে ছন্দ হারায় গায়ানা। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে থামে ১৫৪ রানে।

ম্যাচসেরা খালেদ ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ওমরজাই ও তাবরাইজ শামসিও নেন ২টি করে উইকেট।

ব্যাট হাতে রংপুরের শুরুটা ছিল ধীরগতির। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ছিল মাত্র ৪০ রান। সৌম্য সরকার ও সাইফ হাসান ছিলেন ছন্দহীন।

পরে কাইল মায়ার্স নামতেই বদলে যায় চিত্র। ৩১ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে দারুণ ছন্দ দেখান তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান (১০ বলে ১৮) ও ইফতিখার আহমেদ (২১ বলে ৩৪) ঝড়ো ইনিংস খেলে রংপুরকে পৌঁছে দেন ১৬২ রানে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago