ভারতের বিপক্ষে চূড়ান্ত টেস্টে ইংল্যান্ড দলে ওভারটন

ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টকে সামনে রেখে চমক দেখাল ইংল্যান্ড। দলে যুক্ত করা হয়েছে পেস অলরাউন্ডার জেমি ওভারটনকে। বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক ওভাল মাঠে শুরু হচ্ছে সিরিজ নির্ধারণী এই লড়াই, যেখানে সিরিজের ফয়সালা হবে। পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা।

ওল্ড ট্র্যাফোর্ডে রুদ্ধশ্বাস এক ড্রয়ের পর এই পরিবর্তন আনে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। পাঁচ সেশন ও ১৪৩ ওভার ব্যাট করে রক্ষা পায় ভারতীয় দল, ম্লান করে দেয় ইংল্যান্ডের জয়ের স্বপ্ন। অথচ প্রথম ইনিংসে ৩১১ রানের বিশাল লিড নিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিল বেন স্টোকসের দল।

ম্যাচের শুরুতেই ক্রিস ওকস প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিলেও ভারতের দৃঢ়তা ভাঙতে পারেনি ইংল্যান্ড। মাত্র চারটি উইকেট তুলে নিয়েই খালি হাতে ফিরতে হয় তাদের। এই পরিস্থিতিতে অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, 'ফ্রেশ লেগস' দরকার হতে পারে বোলিং আক্রমণে। সেই ভাবনা থেকেই দলে জায়গা পেলেন সারে'র পেসার ওভারটন, যিনি ২০২২ সালে একমাত্র টেস্ট খেলেছিলেন।

এছাড়া, টানা চারটি ম্যাচ খেলা ক্রিস ওকস ও ব্রাইডন কার্সও কিছুটা ক্লান্ত। জোফরা আর্চারও টানা দুই ম্যাচ খেলেছেন, ফিরেছেন দীর্ঘ চার বছরের বিরতির পর। তাই বোলিং ইউনিটে রোটেশন কার্যকর করা হতে পারে।

দলে থাকা আরও দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং লড়ছেন একাদশে জায়গা পাওয়ার জন্য। প্রথম দুই টেস্টে ১১ উইকেট নেওয়া টাং ছিলেন কার্যকর, যদিও একটু খরুচে ছিলেন। অ্যাটকিনসন শেষ খেলেছেন মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

স্পিন বিভাগে আবারও আস্থা রাখা হচ্ছে লিয়াম ডসনের ওপর। ম্যানচেস্টারে দুই ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও, তার অভিজ্ঞতায় ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago