রোনালদোর 'বিলিভ' লেখা ছবি ডাউনলোড করে মাঠে নামেন সিরাজ

টেস্ট ক্রিকেটের রূপ-রস-গন্ধ ঠিক কোথায় লুকিয়ে থাকে, তা যেন পরতে পড়তে পাওয়া গেল ওভাল টেস্টে। পাঁচ দিন ধরে দুলতে থাকা এক রোমাঞ্চকর টেস্টে শেষ পর্যন্ত মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত।

এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক নাম মোহাম্মদ সিরাজ। আগুনঝরা বোলিংয়ে তুলে নেন ফাইফার, যেখানে ছিল ৯ রানে ৩ উইকেট নেওয়ার এক বিধ্বংসী স্পেল। মূলত জয়ের বিশ্বাস রেখেই এমন আগুন ঝরানো বোলিং করেন এই পেসার।

ম্যাচ শেষে সিরাজ বলেন, 'আমার পরিকল্পনা ছিল সহজ, ভালো লাইন-লেংথে বল করা, চাপ তৈরি করা। আজ সকালে ঘুম থেকে উঠে আমি বিশ্বাস করেছিলাম, আমরা পারব। এমনকি আমি গুগল থেকে "বিলিভ" লেখা একটা ছবি ডাউনলোড করেও রেখেছিলাম।'

পরে সংবাদ সম্মেলনে নিজের মোবাইলে রোনালদো বিলিভ লেখা ছবি দেখিয়ে সিরাজ বলেন, 'আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমি এই ইমোজিটা খুঁজলাম -- 'Believe' এবং তার সাথে ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি জানতাম আমি বিশেষ কিছু করতে পারব। সাধারণত, আমি সকাল ৮টায় উঠি, কিন্তু আজ উঠলাম সকাল ৬টায়। সেই মুহূর্ত থেকেই আমার বিশ্বাস ছিল যে আমি এটা করতে পারব। আমি এটা আমার ফোনের ওয়ালপেপার করে রেখেছিলাম। বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ।'

হ্যারি ব্রুকের একটি ক্যাচ মিস করেছিলেন সিরাজ, যা ভারতের জয়ের পথে বড় বাধা হয়ে উঠতে পারত। সিরাজ স্বীকার করেন, 'ওটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারত। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতানো সম্ভব।'

দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ৩৩৯/৬। কিন্তু সিরাজ দ্রুত ফিরিয়ে দেন জেমি স্মিথ ও জেমি ওভারটনকে। এরপর এক হাতে ব্যথা নিয়ে ক্রিস ওকস নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে, তখন ইংল্যান্ডের দরকার ছিল আর ১৭ রান, গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ করা উত্তেজনা।

গাস অ্যাটকিনসন এক পর্যায়ে ছক্কা মেরে হুমকি ছড়ালেও, সিরাজ তার অফস্টাম্প উড়িয়ে দিলেন ঝড়ো গতিতে। যেন ভারতীয় শিবিরে বেজে উঠল বিজয়ের উৎসব। ভারতের ব্যাটার লোকেশ রাহুল বললেন, এই জয় শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা টেস্ট ক্রিকেটের প্রতি এক বিশ্বাসের ঘোষণা।

'এই জয়ের মানে সবকিছু। আমি বছরের পর বছর ক্রিকেট খেলছি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, কিন্তু এর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। সবাই বারবার প্রশ্ন করে, টেস্ট ক্রিকেট টিকে থাকবে তো? এই পাঁচ ম্যাচেই উত্তর আছে। কেউ আমাদের তেমন সুযোগ দেয়নি, কিন্তু আমরা লড়েছি প্রতি ম্যাচে। ২-২-এ শেষ করাটা ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্য একেবারে শীর্ষে থাকবে। এখান থেকেই পরিবর্তনের শুরু,' বলেন রাহুল।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago