এশিয়া কাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে সূর্যকুমার

Suryakumar Yadav

এশিয়া কাপের আর মাসখানেকও বাকি নেই। তবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এখনো পুরোপুরি ফিট নন। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মিউনিখে জুনে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর তিনি ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আসন্ন এশিয়া কাপের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে আরও এক সপ্তাহ এনসিএ-তে থাকতে হবে বলে জানা গেছে।

এনসিএ-তে ফিজিও এবং মেডিকেল টিমের তত্ত্বাবধানে কাজ করছেন সূর্যকুমার। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ছেলেদের এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের আসর। ১০ সেপ্টেম্বর দুবাইতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ভারতের টিম ম্যানেজমেন্ট আশা করছে টুর্নামেন্টের আগে অধিনায়ক পুরোপুরি সুস্থ হয়ে দলের নেতৃত্ব দিতে পারবেন।

গত সপ্তাহে সূর্যকুমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে ব্যায়াম, দৌড়ানো এবং ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। তিনি লিখেছিলেন, 'যা ভালোবাসি, তা আবার তা করতে আর তর সইছে না।'

গত আইপিএলে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ডানহাতি ব্যাটার। দারুণ আইপিএল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের ৭১৭ রান করেছিলেন তিনি।

হার্দিক পান্ডিয়াও এনসিএ-তে, শ্রেয়াস আইয়ারের ফিটনেস পরীক্ষা

এদিকে একই প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এশিয়া কাপের আগে এনসিএ-তে এসেছেন। ১১ ও ১২ আগস্ট তার নিয়মিত ফিটনেস মূল্যায়ন করা হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে মুম্বাইতে প্রশিক্ষণ নিচ্ছেন। আসন্ন এশিয়া কাপ এবং পরের বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতের স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ হবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ব্যাটার শ্রেয়াস আইয়ার ২৭ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে এনসিএ-তে তার ফিটনেস পরীক্ষা সম্পন্ন করেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে দলে রাখা হয়নি। চলতি বছর আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন শ্রেয়াস। তবে এশিয়া কাপের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা নিশ্চিত নয়। নির্বাচকরা তার সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য তাকে পুরস্কৃত করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে ভারতের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago