যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টা ফায়ারে সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লেখাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

গতকাল নিজেদের ফেসবুক পাতায় আটলান্টা ফায়ার লিখেছে, 'আমরা দারুণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা দলে পেয়েছি আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে।'

'ব্যাট আর বলে যিনি সত্যিকারের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি আমাদের দলে ভিন্ন মাত্রা যোগ করবে। আটলান্টায় তাঁর জাদুকরি খেলা দেখার জন্য তৈরি থাকুন!' যোগ করে আরও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা মূলত মেজর লিগ ক্রিকেটের 'ফিডার লিগ' হিসেবে কাজ করে।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে।

Comments

The Daily Star  | English

Tarique on his way home

For the BNP, his long‑awaited return symbolises renewal -- a turning point that could reenergise the party's political base

9h ago