আবারও শীর্ষে মহারাজ

আবারও ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর আসন দখল করলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। আইসিসির সর্বশেষ আপডেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বে তিনি দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন।

কেয়ার্নসে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ৫/৩৩ উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়ারা জেতে ৯৮ রানে। সেই পারফরম্যান্সই তাকে ফিরিয়ে দিয়েছে বিশ্বসেরা ওয়ানডে বোলারের মুকুটে।

এই রেকর্ড এর আগে মহারাজের দখলে ছিল ২০২৩ সালের নভেম্বরে, যখন তিনি ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতের মোহাম্মদ সিরাজকে সরিয়ে দিয়েছিলেন। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে শীর্ষ পাঁচে ছিলেন।

বর্তমান আপডেটে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা দুইয়ে আর ভারতের কুলদীপ যাদব তিনে আছেন।

ব্যাটসম্যানদের তালিকায় এইডেন মার্করাম (৪ ধাপ এগিয়ে ২১তম) ও টেম্বা বাভুমা (৫ ধাপ এগিয়ে ২৩তম) উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতকের সুবাদে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ প্রথম ম্যাচে ৮৮ রানের দারুণ ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ উঠে ৫২তম স্থানে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে।

বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ১৭ ধাপ লাফিয়ে উঠে ১৯তম স্থানে এসেছেন ১০ উইকেটের সুবাদে। পাকিস্তানের আবরার আহমেদও উন্নতি করেছেন ১৮ ধাপ, উঠে এসেছেন যৌথভাবে ৪৩তম স্থানে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে।

দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ১২তম হয়েছেন। অস্ট্রেলিয়ার মার্শ (৪ ধাপ এগিয়ে ২৫তম) ও গ্লেন ম্যাক্সওয়েল (১০ ধাপ এগিয়ে ৩০তম) সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে উন্নতি করেছেন।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন। সতীর্থ জশ হ্যাজেলউডও দুই ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে।

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago