বাংলাদেশকে হারানোর ‘শতভাগ সুযোগ’ দেখছে নেদারল্যান্ডস

Scott Edwards
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশে এর আগে দুবার সফর করলেও কখনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি নেদারল্যান্ডসের। প্রথমবার বাংলাদেশের মাঠে সিরিজ খেলার সুযোগটাকে জেতার জন্যও শতভাগ সুযোগ হিসেবে দেখছেন স্কট এডওয়ার্ডস। ডাচ অধিনায়কের বিশ্বাস যথেষ্ট ভালো খেলে বাংলাদেশকে হারাতে পারবেন তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলেছে পাঁচ ম্যাচ। এরমধ্যে চারটিতেই জিতেছে টেস্ট খেলুড়ে বাংলাদেশ। নেদারল্যান্ডস নিজেদের ঘরের মাঠে একবার হারাতে পেরেছে বাংলাদেশকে। তবে যেকোনো সংস্করণ মিলিয়ে দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয় নেদারল্যান্ডসের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের কলকাতায় ডাচদের কাছে ধরাশায়ী হয়ে গিয়েছিলো লাল সবুজের প্রতিনিধিরা।

সংস্করণ ভিন্ন হলেও এবার বাংলাদেশ সফরে সেই জয়টাও মাথায় আছে তাদের। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে  স্কট এডওয়ার্ডস বলেন স্বাগতিকদের হারানোর আত্মবিশ্বাস আছে তাদের,  'হ্যাঁ, অবশ্যই। আমরা সব সময় যেকোনো সিরিজ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি এবং ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করি। যদি আমরা যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের জেতার শতভাগ সুযোগ আছে।'

২০২৩ বিশ্বকাপের জয় নিয়ে অবশ্য নির্দিষ্ট করে বিশদ ব্যাখ্যাও দেন ডাচ কাপ্তান,  'হ্যাঁ এবং না (ওই ম্যাচ থেকে পাওয়া বিশ্বাস আছে কিনা)। এটি অবশ্যই একটি ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন দেশ, কিন্তু যখন আপনি কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে ম্যাচ জেতেন, তখন তা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। উভয় দলেরই ওই দল থেকে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমরা সম্প্রতি যে ক্রিকেট খেলছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।'

Netharlands cricket team
সিলেটে অনুশীলনে নেদারল্যান্ডস দল। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপিয় অঞ্চলের বাছাইপর্বে সব ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। এসব জয়ও তাদের বিশ্বাসের জায়গা পোক্ত করেছে বলে মনে করেন এডওয়ার্ডস,  'দলের মধ্যে এই বিশ্বাস বেশ কিছুদিন ধরেই বাড়ছে, বিশেষ করে বিশ্বকাপ ও কোয়ালিফায়ারগুলোতে অনেকগুলো হাই-প্রেশার ম্যাচ খেলার পর। সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে যে আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।'

তবে বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো যে খুব সহজ কাজ নয় তা জানেন ডাচ অধিনায়ক। জানেন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে ফল বের করতে হবে তাদের, 'বাংলাদেশ অবশ্যই একটি খুব ভালো দল, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমরা বাংলাদেশের মান সম্পর্কে জানি এবং এটাও জানি যে জিততে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। ভিন্ন একটি দেশে খেলতে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ আমাদের চেয়ে কন্ডিশন সম্পর্কে অনেক বেশি জানে। আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে এবং কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে হবে, যা এখানকার জন্য আলাদা।'

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই দলের সিরিজ। সোম ও বুধবার একই সময়ে হবে পরের দুই ম্যাচ। 

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago