তুলনায় না গিয়ে ওয়াসিম বললেন, ‘বুমরাহ এই যুগের মহাতারকা’

Wasim Akram & Jasprit Bumrah

বিশ্ব ক্রিকেটে গত বছরগুলোতে জসপ্রিত বুমরাহ যা করছেন, তাতে অতীতের মহাতারকাদের সঙ্গে তার তুলনা হচ্ছে অহরহ। তবে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম এই তুলনায় যেতে চান না, এই বিতর্কই তার কাছে অর্থহীন।  ওয়াসিমের মতে, তার যুগের সঙ্গে আজকের তুলনা 'অসম্ভব'। তুলনায় না গিয়েই বুমরাহকে তিনি বলছেন এই যুগের মহাতারকা।

বিরাট কোহলি বনাম শচীন টেন্ডুলকারের তুলনা যেমন সবসময় আলোচনায় থাকে, তেমনি সাম্প্রতিক বছরগুলোতে ইয়র্কার, রিভার্স সুইং আর বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে বুমরাহ বনাম ওয়াসিম প্রসঙ্গও উঠে এসেছে।

তবে ভারতের বর্তমান পেস আক্রমণের নেতা বুমরাহর সঙ্গে নিজের তুলনা একেবারেই নাকচ করে দিয়েছেন পাকিস্তানি গ্রেট।

জিও টিভির হারনা মানা হ্যায় অনুষ্ঠানে তিনি বলেন, 'জাসপ্রিত বুমরাহ অসাধারণ এক বোলার। তার অ্যাকশন ভিন্নধর্মী, গতি আছে, আর ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কৃতিত্ব প্রাপ্য যে তারা তাকে যেভাবে ম্যানেজ করছে,।'

'নব্বুইর দশক আর বর্তমান সময়ের তুলনা করা অসম্ভব। সে ডানহাতি, আমি ছিলাম বাঁহাতি। সোশ্যাল মিডিয়া এসব নিয়ে তর্কে মাতে, কিন্তু আমি পাত্তা দিই না, সেও দেয় না। সে আধুনিক যুগের মহাতারকা। আমি আমার সময়ে ছিলাম, আমার কাজ করেছি। তবে আমি বলতে চাই, সে সত্যিই এক ভয়ঙ্কর ভালো বোলার।'

ভারতের সাবেক পেসার বরুণ অ্যারনের মতে তুলনাটা আবার প্রাসঙ্গিক,  'তাকে (বুমরাহকে) "জিনিয়াস" বলাও কম হয়ে যাবে। এখন সে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) কন্ডিশনে উইকেট সংখ্যায় ওয়াসিম আকরামকেও ছাড়িয়ে গেছে। আমার কাছে এটাই যথেষ্ট প্রমাণ, কারণ ওয়াসিম ছিলেন হয়তো পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের একজন—আর বুমরাহও প্রায় একই মানের।'

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ও বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহর বিশেষ দক্ষতার দিকটি তুলে ধরেন বলেন, 'বুমরাহ বলকে সুইং, সিম আর বৈচিত্র করাতে পারে একসঙ্গে। তার অ্যাকশনের কারণে, কবজির নড়াচড়ায় অন্য অনেক বোলারের চেয়ে বেশি বল মুভ করাতে পারে। সে দু'দিকেই বল সুইং করাতে পারে, উইকেটে কিছু সিম মুভমেন্টও পেতে পারে। ও খুবই দক্ষ বোলার, সঙ্গে দুর্দান্ত বাউন্সারও আছে।'

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

59m ago