কোয়াবের সভাপতি হলেন মিঠুন

বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্বের সূচনা হলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব)। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কোয়াবের নির্বাচন। যেখানে সভাপতি পদে বিপুল ভোটে জয় পান মিঠুন।

কোয়াবের ১১টি পদের মধ্যে সভাপতি পদ বাদে বাকি ১০টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। একজন করে প্রার্থী মনোনয়ন তোলায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মিঠুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ।

জয়ের পর মিঠুন বলেন, 'আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সবকিছু সমাধান করার। এরপর যদি না হয় আমি যেহেতু ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় এসেছি তাদের পক্ষে কথা বলতে হবে। তাদের বোর্ডের কেউ যদি অখুশিও হয় তাতে আমার কিছু করার নেই।'

'আমি মনে বিসিবি ক্রিকেটারদের আর ক্রিকেটাররা বিসিবির। এটা একটা পরিবার। এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। বিসিবি আমাদের অভিবাবক। আমরা আমাদের যেকোনো দাবি অভিবাবকের কাছে জানাতেই পারি,' যোগ করেন তিনি। 

নির্বাচনে মোট ২১৫ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৮৮ জন। এর মধ্যে মিঠুন পান ১৫৪ ভোট, আর সেলিম শাহেদ পান ৩৪ ভোট। এবার প্রথমবারের মতো অনলাইনের পাশাপাশি স্বশরীরেও ভোট দেওয়ার সুযোগ ছিল।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি পদে হয়েছেন জাতীয় দলের বর্তমান উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago