বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ

ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে যে, তারা আগামী নভেম্বর মাসে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে।

রোববার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'এই সিরিজটি আয়োজন করা হচ্ছে যাতে দলগুলো আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মূল্যবান প্রস্তুতি নিতে পারে।'

ত্রিদেশীয় সিরিজটি আগামী ১৭ নভেম্বর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান রাওয়ালপিন্ডিতে মোকাবিলা করবে আফগানিস্তানকে। প্রতিটি দল লিগ পর্বে দুবার করে খেলবে একে-অপরের বিপক্ষে। লাহোরে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি:

১৭ নভেম্বর – পাকিস্তান বনাম আফগানিস্তান, রাওয়ালপিন্ডি

১৯ নভেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাওয়ালপিন্ডি

২২ নভেম্বর – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

২৩ নভেম্বর – পাকিস্তান বনাম আফগানিস্তান, লাহোর

২৫ নভেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, লাহোর

২৭ নভেম্বর – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

২৯ নভেম্বর – ফাইনাল, লাহোর

পিসিবি আরও জানিয়েছে, আসন্ন সিরিজটি দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাঠে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজটির আগে আগামী ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

Comments

The Daily Star  | English

14 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

2h ago