নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি

২০২৫ সালের ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচি ওয়েস্ট ইন্ডিজ দল শেষ করবে একাধিক বিদেশ সফরের মাধ্যমে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ করার পর তারা সামনে লড়াইয়ে নামবে বাংলাদেশের মাটিতে। আগামী অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সফরের সূচি নিশ্চিত করেছে।
আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর অক্টোবরে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামবে তারা। প্রথম টেস্ট হবে আহমেদাবাদে, পরেরটি দিল্লিতে। এরপর ক্যারিবিয়ানরা বাংলাদেশ সফরে আসবে। দুই সপ্তাহের সফরে ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৮, ২০ ও ২৩ অক্টোবর। টি-টোয়েন্টিগুলো মাঠে গড়াবে ২৭, ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। তবে খেলাগুলোর ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ দল বছর শেষ করবে নিউজিল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিয়ে। নভেম্বর-ডিসেম্বরে তারা খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি:
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর।
Comments