শেষ ওভারের নাটকের পর জিতল বাংলাদেশ

দারুণ জয় মিলেছে বাংলাদেশের। যদিও শেষ ওভারে কিছু নাটকীয়তা হয়েছে। তবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় মিলে বাংলাদেশেরই। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুসল মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ওয়ালালাগে ০*; শরিফুল ০/৪৯, নাসুম ০/৩৬, তাসকিন ১/৩৭, মেহেদী ২/২৫, মোস্তাফিজ ৩/২০)। 

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, তানজিদ ০, লিটন ২৩, তাওহিদ ৫৮, শামিম ১৪*, জাকের ৯, মেহেদী ০, নাসুম ১*; থুসারা ১/৪২, চামিরা ১/৩২, ওয়ালালাগে ০/৩৬, হাসারাঙ্গা ২/২২, শানাকা ২/২১, কামিন্দু ০/১৬)। 

ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। 

শেষ ওভারের নাটকের পর জিতল বাংলাদেশ

শেষ ওভারে যেন নাটক জমে গিয়েছিল। অযথাই বাউন্ডারির চেষ্টায় আউট জাকের আলী। আগের বলেই বাউন্ডারি মেরে স্কোর সমান করে ফেলেছিলেন তিনি। কিন্তু শানাকার পরের স্লোয়ার অফকাটার মিস করে হলেন এলবিডাব্লিউ। এর এক বল পর বাউন্সার খেলতে গিয়ে কটবিহাইন্ড হলেন শেখ মেহেদী হাসান। তখন হাতের মুঠোয় থাকা জয় নিয়েও শঙ্কা। তবে নাসুম আলতো ছোঁয়ায় গ্যালিতে ঠেলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন। 

তবে বাংলাদেশের জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ভিতটা গড়ে দিয়ে গিয়েছেন সাইফ হাসান। এরপর সেই ভিতে ইমারত গড়লেন তাওহিদ হৃদয়। মাঝে ভালো সহায়তা করলেন অধিনায়ক লিটন দাস। তাতে হলো দুটি পঞ্চাশোর্ধ্ব জুটি। আর একটি ছুঁইছুঁই। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় মিলেছে বাংলাদেশের। ৪ উইকেটে জয় পায় তারা। 

তাওহিদকে বিদায় করে জুটি ভাঙলেন চামিরা

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল বলে বলে রান। এর মধ্যেই দুশমন্থ চামিরার ফুলটস। উরুর উচ্চতার এই বল খেলতে গিয়ে পুরোপুরি মিস করলেন তাওহিদ, আর বল গিয়ে লাগল সোজা তার সামনে। আম্পায়ারের আঙুল উঠল এক নিমিষেই। রিভিউ নিলেও লাভ হয়নি। ৩৭ বলে ৫৮ রান করেন। ৪টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। 

১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। শেষ ওভারে দরকার ৫ রান। শামিম ১৪ ও জাকের আলী ৫ রানে ব্যাটিং করছেন। 

তাওহিদের পঞ্চাশ

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না তাওহিদ হৃদয়। এদিন তো ফিল্ডিংয়েও ছিলেন হতাশাজনক। দুটি ক্যাচ ছেড়েছেন তিনি। তবে প্রয়জনের সময়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। এরমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ছুঁয়েছেন পঞ্চাশ। 

১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। তাওহিদ ৫৭ ও শামিম ৩ রানে ব্যাটিং করছেন। 

সাইফকে বিদায় করে জুটি ভাঙলেন হাসারাঙ্গা

দারুণ ব্যাটিং করছিলেন সাইফ হাসান। কিন্তু হাসারাঙ্গার বলে বিদায় নিতে হল তাকে। স্টাম্পের ওপর ভাসানো ডেলিভারি সাইফ লাইন পেরিয়ে খেলতে গেলেন। ব্যাটের কানায় লেগে বল সোজা ওপরে উঠে গেল। শর্ট থার্ডম্যানে ওয়েলালাগে সহজেই ক্যাচটি ধরলেন। ভাঙে ৫৪ রানের জুটি। ৪৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৬১ রান করেন এই ওপেনার।

১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। তাওহিদ ২৮ ও শামিম ০ রানে ব্যাটিং করছেন। 

বাংলাদেশের একশ

ওয়ালালাগের আগের বল মারতে গিয়েও ব্যাটে লাগাতে পারেননি তাওহিদ হৃদয়। তবে পরের বলেই দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলীয় শতক পূরণ করলেন তিনি। ১২.৩ ওভারে আসে এই রান। তবে দলের শতক পূরণে মূল কৃতিত্ব সাইফ হাসানের। শুরু থেকেই দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি।

১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। সাইফ ৬০ ও তাওহিদ ২২ রানে ব্যাটিং করছেন।  

সাইফের ফিফটি

শুরুতেই তানজিদ হাসানকে হারানোর পর অধিনায়ক লিটন দাসকে নিয়ে দারুণ এক জুটি উপহার দিয়েছিলেন সাইফ হাসান। এরপর অধিনায়ককে হারালে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। এরমধ্যেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। ৩৬ বলে আসে তার ব্যক্তিগত পঞ্চাশ। যা করতে ১টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি।

১১ ওভার শেষে ২ উইকেটে ৮৮ রান করেছে বাংলাদেশ। সাইফ ৫১ ও তাওহিদ ১২ রানে ব্যাটিং করছেন। 

লিটনের বিদায়ে ভাঙল জুটি

সাইফের সঙ্গে দারুণ ব্যাটিং করছিলেন লিটন। তবে হাসারাঙ্গার বলে বিদায় নিলেন তিনি। স্টাম্পের ওপর ভাসানো লেগব্রেকে লিটন টার্নের বিপরীতে সুইপ করতে গেলেন, কিন্তু ব্যাটের মাঝে না লাগায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন। ১৬ বলে ৩টি চারের সাহায্যে ২৩ রান করেন লিটন।

৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। সাইফ ৩৬ ও তাওহিদ হৃদয় ১ রানে ব্যাটিং করছেন। 

পাওয়ার প্লেতে ৫৯ রান

শুরুতেই তানজিদ হাসানকে হারানোর পর অধিনায়ক লিটন দাসকে হাল ধরেছেন আরেক ওপেনার সাইফ হাসান। দারুণ ব্যাটিংয়ে এরমধ্যে গড়েছেন ফিফটি পার করা জুটি। ২৮ বলে এসেছে জুটির পঞ্চাশ রান। তাতে পাওয়ার প্লেতে এসেছে ৫৯ রান। 

থুসারা বলে বোল্ড তানজিদ

নুয়ান থুসারার এক স্লোয়ার অফ-কাটার। তানজিদ হাসান পিচ ছেড়ে এসে পা বাড়িয়ে তুলে মারতে চাইলেন, কিন্তু তার লেন্থ বল ব্যাট ফাঁকি দিয়ে চলে গেল সোজা অফ স্টাম্পে। ভেঙে দিল তার মাথা। দারুণ শুরু শ্রীলঙ্কার। প্রথম ওভারে উইকেট নেওয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন থুসারা। 

এক ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২ রান। লিটন দাস ও সাইফ হাসান দুইজনই ১ রানে ব্যাটিং করছেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুসল মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ওয়ালালাগে ০*; শরিফুল ০/৪৯, নাসুম ০/৩৬, তাসকিন ১/৩৭, মেহেদী ২/২৫, মোস্তাফিজ ৩/২০)। 

বাংলাদেশকে বড় টার্গেটই ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে দলটি। যা মূলত এসেছে দাসুন শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে। ৩৭ বলে খেলেন হার না মানা ৬৪ রানের ইনিংস। যেখানে মারেন ৩টি চার ও ৬টি ছক্কার মার। 

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

বাংলাদেশকে বড় টার্গেটই ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে দলটি। যা মূলত এসেছে দাসুন শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে। ৩৭ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। যেখানে মারেন ৩টি চার ও ৬টি ছক্কার মার। 

মোস্তাফিজের এক ওভারে তিন উইকেট

তিনটি উইকেটই পেতে পারতেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তার একটি ক্যাচ মিস করেন তাওহিদ হৃদয়। তবে আসালাঙ্কা দুই রান নিতে গিয়ে অল্পের জন্য হন রানআউট। 

এরপর চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করেন মোস্তাফিজ। দুটি স্লোয়ার অফকাটার ছিল। টপএজ হয়ে আকাশে তুলে বিদায় নেন কামিন্দু। আর হাসারাঙ্গা ধরা পড়েন লংঅফে। 

রানআউট আসালাঙ্কা

ফের আসালাঙ্কার ক্যাচ ফেললেন তাওহিদ হৃদয়। এক রান সম্পন্ন দুই রান নিতে গিয়ে বিপদে পড়লেন লঙ্কান অধিনায়ক। ডাইভ দিয়ে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন, অল্পের জন্য আউট হয়ে গেলেন। ১২ বলে ২১ রান করেছেন তিনি। 

শানাকার ফিফটিতে বড় পুঁজির দিকে শ্রীলঙ্কা

দুরূহ একটি সুযোগ দিয়েছিলেন। তবে সেই সুযোগ লুফে নেওয়া সম্ভব হয়নি। তাতে থামেওনি দাসুন শানাকার আগ্রাসন। এক প্রান্তে ঝড় তুলে তুলে নিয়েছেন ফিফটি। ৩০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় আসে এই রান। 

১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। শানাকা ৫৩ ও আসালাঙ্কা ২০ রানে ব্যাটিং করছেন। 

আসালাঙ্কাকে জীবন দিলেন তাওহিদ

আগের ওভারে দাসুন শানাকা তুলেছিলেন দুরূহ এক ক্যাচ। চেষ্টা করেও ধরতে পারেননি শামিম হোসেন। তবে শরিফুলের করা ১৮তম ওভারে ডিপ পয়েন্টে সহজ তুলে দিয়েছিলেন চারিথ আসালাঙ্কা। কিন্তু সে ক্যাচ ধরতে পারেননি তাওহিদ হৃদয়। আসালাঙ্কা এ সময় ১৭ রানে ব্যাটিং করছিলেন। 

শ্রীলঙ্কার একশ

পেরেরার বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেছেন দাসুন শানাকা। নাসুম আহমেদের বলে দুটি ছক্কা ও একটি চার মেরে নিয়েছেন ১৭ রান। তাতে দলের একশ রানও পূরণ হয়েছে। ১৪.২ ওভারে আসে দলীয় একশ।

১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১১৫ রান। শানাকা ৩৪ ও আসালাঙ্কা ২ রানে ব্যাটিং করছেন। 

পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙলেন মোস্তাফিজ

শরিফুলের করা আগের ওভারেই ফাইন লেগে  তুলে দেওয়া কুশল পেরেরার ক্যাচ চেষ্টা করলে ধরতে পারতেন মোস্তাফিজুর রহমান। তবে শুরুতে এগিয়েও পরে পিছিয়ে কোনো চেষ্টাই করেননি তিনি। তবে পরের ওভারে বল হাতে নিয়ে পেরেরাকে ফিরিয়েছেন তিনি। তার অফস্টাম্পের বেশ বাইরে রাখা শর্ট বলে কাট করতে গেলে ব্যাটে হালকা চুমু খেয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। রিভিউ নিয়েছিলেন পেরেরা। স্বাভাবিকভাবেই লাভ হয়নি। ১৬ বলে ১৬ রান করেন তিনি। 

১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৯৮ রান। শানাকা ১৮ ও চারিথ আসালাঙ্কা ১ রানে ব্যাটিং করছেন। 

শেখ মেহেদীর বলে বোল্ড মিশারা

কুশল মেন্ডিসের পর কামিল মিশারাকে বিদায় করলেন শেখ মেহেদী হাসান। সোজাসুজি উইকেট বরাবর রেখেছেন বল, আর সেটিই গিয়ে আঘাত হানল স্টাম্পে। তবে করেছিলেন কিছুটা ধীরগতিতে। রিভার্স স্কুপ খেলতে গিয়ে পুরোপুরি মিস করলেন গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া এই ব্যাটার। ৫ রান করেন তিনি। 

১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান। কুশল পেরেরা ৫ ও দাসুন শানাকা ৬ রানে ব্যাটিং করছেন।  

'বিপজ্জনক' মেন্ডিসকে ফেরালেন শেখ মেহেদী

শ্রীলঙ্কার দুই বিপজ্জনক ওপেনারই এখন সাজঘরে। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল মেন্ডিসকে এবার ফেরালেন শেখ মেহেদী হাসান। স্টাম্পের ওপর খানিকটা ফুলার লেন্থে বলে মেন্ডিস সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল তুলে দিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। সাইফ হাসান ধরলেন তার দ্বিতীয় ক্যাচ। ২৫ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩২ রান করেন মেন্ডিস। 

আট ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। কুশল পেরেরা ২ ও কামিল মিশারা ২ রানে ব্যাটিং করছেন।

নিসাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

শ্রীলঙ্কার ভয়ংকর জুটির একজনকে বিদায় করেছেন তাসকিন আহমেদ। লেগ স্টাম্পে গুড লেন্থে বল করেছিলেন তিনি। নিশাঙ্কা ফ্লিক করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের অনেক ওপরে লেগে বল উঠে যায় ডিপ মিডউইকেটে, সেখানেই দৌড়ে এসে সহজ ক্যাচটি নিয়ে নেন সাইফ হাসান। তাসকিন উচ্ছ্বাসে আত্মহারা। ১৫ বলে ২২ রান করেছেন নিসাঙ্কা। 

৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। কুশল মেন্ডিস ৩১ ও কামিল মিশারা ০ রানে ব্যাটিং করছেন। 

শ্রীলঙ্কার উড়ন্ত সূচনা

বাংলাদেশের বিপক্ষে দারুণ সূচনা করেছে শ্রীলঙ্কা। শুরু থেকেই দুই ব্যাটার হাত খুলে ব্যাটিং করছেন। নিয়মিতই আদায় করে নিচ্ছেন বাউন্ডারি। শরিফুলের করা প্রথম ওভারে কুশল মেন্ডিস একটি ছক্কা মারলেও তার পরের ওভারে পাথুম নিসাঙ্কা মারেন টানা তিনটি চার। ছাড় পাননি আগের ম্যাচে দারুণ বোলিং করা নাসুম আহমেদও। তার দুই ওভারে একটি করে চার ও ছক্কা মেরেছেন লঙ্কান ব্যাটাররা।

চার ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে  ৩৬ রান। নিসাঙ্কা ১৫ ও কুশল মেন্ডিস ২১ রানে ব্যাটিং করছেন।

শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত

শ্রীলঙ্কার একাদশে কোনো বদল নেই। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচের পর বাবার মৃত্যুর খবর পাওয়া বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে একাদশে জায়গা ধরে রাখলেন।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিল মিশারা, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামিরা ও নুয়ান থুশারা।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন, ফিরলেন শরিফুল-মেহেদী

বাংলাদেশের একাদশে পরিবর্তন এলো দুটি। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলা ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন বাদ পড়লেন। তাদের জায়গা নিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনার শেখ মেহেদী হাসান।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

টস জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেন লিটন দাস। টস জিতে বাংলাদেশের অধিনায়ক আগে বেছে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত।

গ্রুপ পর্বে দুই দলের আগের দেখায় টস ভাগ্য পক্ষে পেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেদিন তিনিও বোলিং নিয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন।

সুপার ফোরে বাংলাদেশের অভিযান শুরু

'বি' গ্রুপ থেকে তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়ে এশিয়া কাপের সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দারুণ রান তাড়ায় শ্রীলঙ্কার জয়ে টুর্নামেন্টে লিটন দাসের দলের যাত্রা আরও দীর্ঘ হওয়া নিশ্চিত হয়।

সেই লঙ্কানদের বিপক্ষেই সুপার ফোরে প্রথম ম্যাচটিতে নামছে টাইগাররা। দুবাইতে খেলা শুরু বাংলদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বের লড়াইয়ে আবুধাবিতে বাংলাদেশকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া চারিথ আসালাঙ্কার দল। এতে গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার সুখস্মৃতি মলিন হয়ে যায় লিটনদের। এবার তাদের পাল্টা জবাব দেওয়ার পালা।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago