টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অভিষেকের বিশ্বরেকর্ড

ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে গড়েছেন নতুন কীর্তি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে সিরিজসেরা পারফরম্যান্সের পর তিনি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের নতুন রেকর্ড গড়েছেন।

২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে পৌঁছান ৯৩১ রেটিং পয়েন্টে, যা ২০২০ সালে ইংল্যান্ডের ডেভিড মালানের করা আগের রেকর্ডকে (৯১৯) ছাড়িয়ে যায়। টুর্নামেন্ট শেষে অভিষেকের পয়েন্ট দাঁড়ায় ৯২৬, যা দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ বেশি। এর আগে তিনি বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস।

তিলক ভার্মা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ইনিংস খেলে ২৮ রেটিং পয়েন্ট যোগ করলেও রয়েছেন তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা ভারতের বিপক্ষে শতক হাঁকিয়ে উঠে এসেছেন শীর্ষ পাঁচে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান (১১ ধাপ এগিয়ে ১৩তম), ভারতের সঞ্জু স্যামসন (৮ ধাপ এগিয়ে ৩১তম) ও বাংলাদেশের সাইফ হাসান (৪৫ ধাপ এগিয়ে ৩৬তম) ব্যাটিং তালিকায় বড় অগ্রগতি করেছেন।

ভারতের কুলদীপ যাদব পাকিস্তানের বিপক্ষে ফাইনালে চার উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে হয়েছেন ১২তম। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি (১৩তম), বাংলাদেশের রিশাদ হোসেন (২০তম), ভারতের জাসপ্রিত বুমরাহ (২৯তম) এবং পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ (৪১তম) সবাই উন্নতি করেছেন।

অলরাউন্ডারদের তালিকায় ইতিহাস গড়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। চার ধাপ এগিয়ে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠে এসেছেন এক নম্বরে। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নেপালের দিপেন্দ্র আইরি, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও ভারতের হার্দিক পান্ডিয়াকে।

আইরি যদিও চতুর্থ স্থানে আছেন, তবে তিনি পয়েন্ট বাড়িয়ে দাঁড়িয়েছেন ২১৪-তে, যা আইযুবের থেকে ২৭ কম। বোলারদের তালিকায়ও তার অগ্রগতি, ১০ ধাপ এগিয়ে এখন তিনি ৭২তম। নেপালের ললিত রাজবংশী (৫১তম) ও আসিফ শেখ (৭৭তম) ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ জয় পর তাদের র‌্যাঙ্কিং উন্নতি করেছেন।

 

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago