বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বুলবুলই, নতুন বোর্ডের স্থায়ী কমিটিতে আছেন যারা

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন। ইফতেখার রহমান মিঠু হয়েছেন বিপিএলের সদস্য সচিব।

স্থগিত হওয়া পরিচালনা পর্ষদের প্রথম সভা মঙ্গলবার দুপুরে পুনরায় শুরু হওয়ার পর মোট ২৩টি স্থায়ী কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছে নতুন বোর্ড। বিপিএল ছাড়াও ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বুলবুল।

গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন ইশতিয়াক সাদেক। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে বহাল আছেন নাজমুল আবেদিন ফাহিম। তবে সাবেক বিসিবি সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়নি।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার জানিয়েছেন, বিসিবি সভাপতি নিজেই স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান নির্বাচন করে তা বোর্ডকে জানিয়েছেন। ইফতেখার যোগ করেছেন, আগামী বিপিএল নির্ধারিত সময়েই (ডিসেম্বর-জানুয়ারিতে) অনুষ্ঠিত হবে।

২৩টি স্থায়ী কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানদের তালিকা:

ওয়ার্কিং কমিটি – আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশন কমিটি – নাজমুল আবেদিন ফাহিম

ফাইন্যান্স কমিটি – নাজমুল ইসলাম, আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)

শৃঙ্খলা কমিটি – ফায়াজুর রহমান মিঠু

গেম ডেভেলপমেন্ট কমিটি – ইশতিয়াক সাদেক

টুর্নামেন্ট কমিটি – আহসান ইকবাল চৌধুরী

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি – আসিফ আকবর

গ্রাউন্ডস কমিটি – আমিনুল ইসলাম বুলবুল, রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি – শানিয়ান তানিম

আম্পায়ার্স কমিটি – ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি – শাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটি – মনজুর আলম

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি – আবুল বাশার, হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটি – আমজাদ হোসেন

অডিট কমিটি – মুখলেসুর রহমান

নারী উইং কমিটি – আব্দুর রাজ্জাক

লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটি – ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

নিরাপত্তা কমিটি – মেহরাব আলম চৌধুরী

সিসিডিএম কমিটি – আদনান রহমান দিপন, ফায়াজুর রহমান মিঠু (ভাইস-চেয়ারম্যান)

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কমিটি – জুলফিকার আলী খান

হাই পারফরম্যান্স কমিটি – খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ টাইগার্স কমিটি – রাহাত শামস

কল্যাণ কমিটি – মোকছেদুল কামাল

বিপিএল গভর্নিং কাউন্সিল – আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু (সদস্য সচিব)।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago